মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মানিকছড়িতে অস্ত্রসহ সন্ত্রাসী আটক। কালের খবর নবীনগরে চাঞ্চল্যকর ভাই হত্যা মামলার আসামী ১২ বছর পর এয়ারপোর্ট থেকে গ্রেফতার। কালের খবর অর্থ পাচার রোধ ও স্থিতিশীল রাষ্ট্রকাঠামো বির্নিমানে দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে সিদ্বান্ত জরুরী। কালের খবর রামগড় স্থলবন্দর পরিদর্শনে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন। কালের খবর ময়নামতি উপজেলা’ বাস্তবায়নে লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত। কালের খবর বিজয় মেলা দে‌খে বা‌ড়ি ফেরা হ‌লো না কলেজ ছা‌ত্র সাহ্লাপ্রু মারমা। কালের খবর মাদকমুক্ত সমাজ গঠনে ভুমিকা রাখবে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট : ওয়াদুদ ভূইয়া। কালের খবর গুইমারায় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। কালের খবর মাকে ৭ বছর পর পেয়ে জড়িয়ে ধরলেন তারেক রহমান। কালের খবর জমি দখলে বেপরোয়া রুহুল আমিন হাওলাদার। কালের খবর
বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই বিশুদ্ধ পানি সরবরাহ ! কালের খবর

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই বিশুদ্ধ পানি সরবরাহ ! কালের খবর

নিজস্ব প্রতিবেদক, কালের খবর :

বিএসটিআইয়ের অনুমোদন নেই, নেই ব্যবসা পরিচালনা করার প্রয়োজনীয় কাগজপত্র। পরিবেশও অস্বাস্থ্যকর। তারপরও অবাধে গড়ে ওঠা কারখানাগুলো সরবরাহ করছে বিশুদ্ধ পানি! চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে অবৈধভাবে প্রায় অর্ধশতাধিক প্রতিষ্ঠান বিশুদ্ধ পানি সরবরাহ করে আসছে।

মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম কার্যালয়ের এক অভিযানে এসব তথ্যের সত্যতা মিলেছে। তাৎক্ষণিক অভিযানে এমন অবৈধ চারটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় আরো কিছু নামসর্বস্ব বিশুদ্ধ পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালানো হয়। তবে সেসব প্রতিষ্ঠানের কর্মকর্তারা আগে থেকে খবর পেয়ে পালিয়ে যান।

সিলগালা করা প্রতিষ্ঠানগুলো হলো- কে. এফ এন্টারপ্রাইজ, এ. জেড এন্টারপ্রাইজ (পানির নাম : ডিউ ড্রপ), অহি ইন্টারন্যাশনাল ও স্মার্ট ড্রিংকিং ওয়াটার, অজিফা ফুড এন্ড বেভারেজ।

দুদক জানায়, চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে অবৈধ ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে টিম দেখতে পায়, প্রতিষ্ঠানসমূহের কোনটিরই বিএসটিআই অনুমোদন এবং প্রয়োজনীয় কাগজপত্র নেই। এছাড়া কারখানাগুলোর পরিবেশ খুবই অস্বাস্থ্যকর। কিছু কিছু প্রতিষ্ঠান অবৈধভাবে বিএসটিআইয়ের ভুয়া অনুমোদন সম্বলিত লোগো ব্যবহার করে আসছে। দুদক টিমের অভিযানে এমনটিও উদঘাটিত হয়।

পরবর্তীতে টিম বিএসটিআই কর্তৃপক্ষের নিকট থেকে জানতে পারে, চট্টগ্রাম মহানগরীতে এমন প্রায় অর্ধ শতাধিক অনুমোদনবিহীন ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান রয়েছে। তবে দুদকের অভিযান পরিচালনার খবর শুনে অন্যান্য অবৈধ প্রতিষ্ঠানগুলোর মালিক/ম্যানেজার প্রতিষ্ঠানসমূহ বন্ধ করে দিয়ে পালিয়ে যায়।

অভিযান শেষে দুদক এনফোর্সমেন্ট টিম বিএসটিআইকে অতি দ্রুত অবশিষ্ট অবৈধ ও অনুমোদনবিহীন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে অনুরোধ জানায়।

এদিকে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে গ্রাহকদের নিকট হতে অতিরিক্ত বৈদ্যুতিক বিল আদায়ের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। হবিগঞ্জের সহকারী পরিচালক মো. এরশাদ মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে দুদক টিম অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। অফিসে অবস্থানকালে প্রায় ৫০জন সেবাগ্রহীতার মিটার না দেখেই অতিরিক্ত বৈদ্যুতিক বিল নেয়া হয়েছে এমন অনিয়ম দেখতে পায় টিম।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com