মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন
কালের খবর রিপোর্ট:
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডে চান সুপার মার্কেটের তৃতীয়তলায় সি.ডি, কমপ্লেক্স নামে একটি ডায়াগনোষ্টিক সেন্টার থেকে জহিরুল ইসলাম (৪৫) নামে এক ভুয়া এমবিবিএস (সনোলজিষ্ট) ডাক্তারকে আটক করেছে র্যাব।
২৭ আগষ্ট (মঙ্গলবার) দুপুরে ওই ডায়াগনোষ্টিক সেন্টারে র্যাব ১১ এর মেজর তালুকদার নাজমুছ সাকিব এর নেতৃত্বে অভিযান চালিয়ে ওই ভুয়া ডাক্তারকে আটক করে।
আটককৃত ভুয়া ডাক্তার জহিরুল ইসলাম ওই প্রতিষ্ঠানের সনোলজিষ্ট হিসেবে আল্ট্রাসনোগ্রাম করে আসছেন দীর্ঘ ১ বছর ধরে। তিনি এমবিবিএস ডাক্তারের কোন সনদ দেখাতে পারেননি। সনোলজিষ্ট জহিরুল ইসলাম এইচ এসসি পাশ মাত্র। তিনি কোন নার্সের সাহায্য ছাড়াই বিশেষ করে নারী রোগীদের একাই আল্ট্রাসনো গ্রাম করে থাকেন।
জহিরুল ইসলামের পিতার নাম রফিকুল ইসলাম, কুমিল্লার বুড়িচংয়ের জগতপুর গ্রামে তার বাড়ি। আজাদ, প্রদীপ ও শুভ নামে ৩ ব্যক্তি ওই প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছে।
অভিযানে নেতৃত্বদানকারী মেজর নাজমুছ সাকিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে চিটাগাংরোডে সি.ডি. কমপ্লেক্সে ভুয়া এমবিবিএস (সনোলজিষ্ট ) ডাক্তার রয়েছে। তিনি আরও জানান, প্রতিষ্ঠানটির নিবন্ধন নেই। প্রতিষ্ঠানটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মালিকপক্ষকে। এ ব্যাপারে ভুয়া ডাক্তারের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।