রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন
কালের খবর নিউজ:
চিত্রনায়িকা মাহিয়া মাহি ঢাকা অ্যাটাক’র সাফল্যের পর থেকে বেশ ফুরফুরে মেজাজেই আছেন।তার অভিনীত বেশ কিছু চলচ্চিত্র এখন মুক্তির অপেক্ষায়। এরমধ্যে সবচেয়ে আলোচনায় রয়েছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’।সম্প্রতি ছবিটির পোস্টার প্রকাশ পেয়েছে অনলাইনে। এছাড়া সাদা রঙের হিজাব মাথায় মাহির নতুন ছবিও এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।পুরো ছবিতেই কি আপনাকে হিজাব পরা অবস্থায় দেখা যাবে? এমন প্রশ্নের উত্তরে সোমবার (১৮ ডিসেম্বর) মাহি বলেন, আমি ধার্মিক মেয়ের চরিত্রে অভিনয় করেছি। যে কেবল বাবার কথা মতো চলে হিজাব পরে। তবে পুরো ছবিতে হিজাব না থাকলেও মাথায় ওড়না থাকবে।নায়িকাদের সাধারণত মানুষ গ্ল্যামারাস দেখতে পছন্দ করেন।