শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৫০ অপরাহ্ন
আলিফ আরিফা গাজীপুর প্রতিনিধি, কালের খবর : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধীন “আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম” এর আওতায় উজান সংস্থা কর্তৃক পরিচালিত ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, গাজীপুর কর্তৃক বাস্তবায়িত গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার ৩১ ও ৪০ নং ওয়ার্ডে অবস্থিত ৮টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে সুবিধা বঞ্চিত, হত দরিদ্র, করে পড়া শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাইলট ও কাস্টমস অফিসার আলহাজ্ব ক্যাপটেন হারুন অর রশিদ চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন,মায়ের দোয়া সমাজসেবা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শেখ রাসেল জাতীয় শিশু ও কিশোর পরিষদের গাজীপুর সদর মেট্রো থানার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম (জিকু), উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন- উজান গাজীপুরের জেলা প্রোগ্রাম ম্যানেজার মোঃ সাইফুর রহমান। পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন,উজান গাজীপুরের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোঃ জিল্লুর রহমান। সার্বিক সহযোগিতায়- আলহাজ্ব মোঃ হাছেন আলী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, পূর্ব ধীরাশ্রম উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় শিক্ষক মোঃ শামীম আহম্মেদ। এছাড়াও উপস্থিত ছিলেন- মোঃ মাহবুবুর রহমান, মোঃ বাবুল হোসেন, মোঃ মামুন আকন্দ।
“অতিথিবৃন্দরা তাদের বক্তব্যে বলেন, উজান সংস্থার মাধ্যমে ঝরে পড়া ও কখনো বিদ্যালয়ে যায়নি এমন ছেলে মেয়েদের নিয়ে শিখনকেন্দ্র স্থাপন করে শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করেছে এবং শিক্ষার্থীদের শিক্ষা ভাতা (উপবৃত্তি), বিনা মূল্যে স্কুল ড্রেস, স্কুল ব্যাগসহ যাবতীয় শিক্ষা উপকরণ সরবরাহ করে আসছে। নিঃসন্দেহে এটি প্রশংসার দাবী রাখে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে জনাব মোঃ সাইফুর রহমান, জেলা প্রোগ্রাম ম্যানেজার, উজান, গাজীপুর বলেন- মাদক, বাল্য বিবাহ, ইভটিজিংসহ নানা অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য এবং একজন সৎ যোগ্য আদর্শ নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তোলার জন্য বলেন। এছাড়াও সমাজের বিত্তবানদের সার্বিক সহযোগিতা করার জন্য আহবান করেন।” আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে প্রস্কার বিতরণ, স্কুল ব্যাগ, স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক- মোসাঃ আরজুদা আক্তার, মোসাঃ সুমি আক্তার, মোসাঃ শারমিন আক্তার, মোসাঃ ইয়াসমিন আক্তার, মোসাঃ জমিলা আক্তার, মোসাঃ তাহমিনা সুলতানা রুমা, শ্রী সবিতা রানী দত্ত প্রমুখ।