বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৯ পূর্বাহ্ন
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শুক্রবার (১৭ নভেম্বর) শারজাহ হুদাইবিয়া রেস্টুরেন্টের হল রুমে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জাতীয় সংগীত ও শহীদের স্মরণে নীরবতা পালন করা হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও মোহাম্মদ তাজউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এস,এম,শফিকুল ইসলাম, কাজী মোহাম্মদ আলী, সু প্রকাশ বড়ুয়া, ড. মোহাম্মদ সেলিম (সিআইপি), আল জকির, শাহ মোহাম্মদ মাকসুদ প্রমুখ।
এ সময় শেখ মোহাম্মদ ইউসুফ, এসএম কামাল, মাহাবুবর রহমান, আনসারুল হক আনসার, মনোয়ার কাদের মুন্না, শিমুল মোস্তফা, মোহাম্মদ ফরিদ, মোহাম্মদ নিজাম উদ্দিন, মোহাম্মদ জাহেদ চোধুরী, মোহাম্মদ নিজাম উদ্দিন, ফাহাদ আলী ফাহাদ, মোহাম্মদ খালেদ, মোহাম্মদ দিদার, মোহাম্মদ ইয়াসিন তালুকদার, ইয়ার মোহাম্মদ, সাজ্জাদ আমিন রনি, রিঙ্কু শর্মা, মোহাম্মদ ফরিদ রেজা, মোহাম্মদ রাশেদ বাঙ্গালী, মোহাম্মদ মুক্তার, মোহাম্মদ মাহাবুবসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।