শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১২:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরামের নবগঠিত কমিটির অভিষেক। কালের খবর ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরাম এর মতবিনিময় ও আলোচনা সভা। কালের খবর মাটিরাঙ্গায় মানসিক স্বাস্থ্য ক্যাম্প। কালের খবর একজন আদর্শ শিক্ষকের সব গুণাবলী নিয়ে আশরাফ উদ্দিন খন্দকার ছিলেন আলোকিত মানুষ গড়ার কারিগর । কালের খবর ডেঙ্গু-চিকুনগুনিয়া পরীক্ষায় হয়রানি রোধে কঠোর নির্দেশনা, RT-PCR ফি সর্বোচ্চ ৪৫০০ টাকা নির্ধারণ। কালের খবর রাঙ্গুনিয়ায় খালে বর্জ্য ফেলেই ‘গিলে খাচ্ছে’ সড়ক! পোলট্রি খামারিদের বিষাক্ত বর্জ্যে রাস্তা ধ্বংস, জনপথে ঝুঁকির মিছিল। কালের খবর তিতাসের দুর্নীতিবাজ কর্মচারী ফয়েজ আহমেদ লিটনের হাতে নিগৃহীত ঊর্ধ্বতন কর্মকর্তা। কালের খবর ডাকাত শাহীনের সহযোগী আবছার অস্ত্র-গোলাবারুদসহ আটক । কালের খবর চসিকের নতুন পরিচ্ছন্নতা ছক : চলবে না আর ময়লার নামে লুটপাট। কালের খবর খাগড়াছড়িতে মহাসড়কের পাশের জোপঝাঁড় পরিস্কার করলো যুবদলের নেতাকর্মীরা। কালের খবর
নবীনগরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে ক৯শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা। কালের খবর ,

নবীনগরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে ক৯শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা। কালের খবর ,

 

মোহাম্মদ মাহফুজ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, কালের খবর : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ১ মে (বৃহস্পতিবার) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নবীনগর পৌর বাসস্ট্যান্ডে একত্রিত হন। পরে সকাল ১১টায় জেলা বিএনপির আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান আনুষ্ঠানিকভাবে র‍্যালিটির উদ্বোধন করেন।
র‍্যালিটি পৌর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নবীনগর প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। র‍্যালি ও পথসভায় নেতাকর্মীরা বিভিন্ন দাবিতে স্লোগান দেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এম এ মান্নান বলেন,বর্তমান সরকারের অধীনে শ্রমিকদের অধিকার ক্ষুণ্ন হচ্ছে। শ্রমিকরা বঞ্চিত, মানুষ ন্যায়বিচার পাচ্ছে না। যারা অবৈধভাবে বিদেশে পালিয়ে গেছে, তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে।
পথসভা সঞ্চালনা করেন নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল,উপজেলা যুব বিষয়ক সম্পাদক ও শ্রমিক দলের সভাপতি প্রার্থী জাবেদুল ইসলাম জাবেদ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা,পৌর সাংগঠনিক সম্পাদক শুক্কুর খান,উপজেলা দপ্তর সম্পাদক অ্যাডভোকেট কামাল উদ্দিন,শ্রম বিষয়ক সম্পাদক আবুল মিয়া,সিনিয়র সহসভাপতি হাসিবুল হাদীস শাহীন,সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল সহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীরা শ্রমিক অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com