শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৫:১৫ অপরাহ্ন
মিজানুর রহমান, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি, কালের খবর :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা শাখার উদ্যোগে পৌর শহরের ৩টি আশ্রয় কেন্দ্র-কেশবপুর আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়, শেরপুর আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও ১ টি স্পট-বটেরতল পয়েন্টে মোট ৪৮টি খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়েছে।
রবিবার (২২জুন) জগন্নাথপুর উপজেলা আমীর মাওলানা লুৎফুর রহমান এর নেতৃত্বে পৌর শহরের এসব আশ্রয় কেন্দ্রে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সভাপতি আব্দুল কাইয়ুম, পৌর জামায়াতের সেক্রেটারি আলী আহমদ, পৌর জামায়াতের সহ সভাপতি -মাস্টার আবু তাঈদ, টিম সদস্য ওয়ালী উল্লাহ,মাওলানা নেছার উদ্দিন, রুহুল আমিন,জালাল আহমদ,আবু সুফিয়ান সহ আরোও অনেকে উপস্থিত ছিলেন।