রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন
মোঃ রুস্তম আলী
জেলা প্রতিনিধি, কালের খবর :
বেতন বৃদ্ধির দাবিতে চতুর্থ দিনের মতো গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক, শফিপুর,কোনাবাড়ী ও পল্লী বিদ্যু ওচন্দ্রা এলাকার গার্মেন্টসের শ্রমিকরা আন্দোলনে নেমেছে। এতে করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। যেকোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি বিবেচনায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও বি,জি,পি। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ৯ টার পর থেকেই কোনাবাড়ী, মৌচাক, শফিপুর,চন্দ্রা এলাকার আশেপাশের শ্রমিকরা মহাসড়কে নেমে আন্দোলন শুরু করে। এ সময় তারা বেতনবৃদ্ধির দাবি জানাই।এদিকে পরিস্থিতি বিবেচনায় কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে কতৃপক্ষ। কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ সৃএে জানা যায়, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় লগোজ এ্যাপারেলস,এ,টি,এস,গার্মেন্টস, পৃরবানী গার্মেন্টস, বে ফুট ওয়ার লিঃ।কারখানার শ্রমিকরা সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে। আন্দোলনরত শ্রমিকরা জানান, বর্তমানে যাদের বেতন ৭ হাজার থেকে ৮ হাজার টাকা দেওয়া হচ্ছে, তাদের বেতন ২৩ হাজার টাকা করতে হবে। দ্রব্যমুলোর উধর্ব গতির কারনে তাদের চলতে খুব কষ্ট হচ্ছে। মাস শেষ হওয়ার আগেই বেতনের টাকা ফুরিয়ে যাচ্ছে। তাদের অমানবিক জীবন যাপন করতে হচ্ছে বলে জানান তারা। গাজীপুর শিল্প পুলিশ ২- এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মঈনুল হক বলেন,বৃহস্পতিবার সকাল থেকেই শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী, মৌচাক, শফিপুর,পল্লী বিদ্যুৎ এলাকার বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেছে। আমরা গিয়ে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়ার পর পরই মহাসড়কের অন্য কোনো অংশে অবরোধ তৈরি করছে।এতে মহাসড়কে যান চলাচলের বিঘ্ন তৈরি হচ্ছে। গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( ট্রাফিকপুলিশ) নাজমুস সাকিব খান বলেন,শ্রমিকরা মহাসড়কের যে স্হানে অবরোধ করছে সংগে সংগেই গিয়ে তাদের বুঝিয়ে সেখান থেকে তাদের সরিয়ে দিচ্ছি। কিন্তু পরেই তারা মহাসড়কের অন্য জায়গায় অবরোধের চেষ্টা করছে। সাধারণ মানুষের চলাচলের যেনো বিঘ্ন না ঘটে বা কোনো ধারণের ক্ষতি নাহয় সে দিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি। আমরা পরিস্থিতি বিবেচনা করছি, এখনও আমরা হাড লাইনে যাইনি,তিনি আরে বলেন যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত আছে। এবং আমরা সতর্ক অবস্থানে আছি।