রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৯ পূর্বাহ্ন
আসাদুজ্জামান বাবুল, গোপালগঞ্জ থেকে, কালের খবর : কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনার প্রতিবাদ ও জেলা ছাত্রলীগের সভাপতি নিউটনের পদত্যাগ এবং ঘোষিত নতুন কমিটি বাতিল করে পুনরায় কমিটি ঘোষনার দাবীতে রোববার রাত ১২টার পর থেকে ৩১শে জুলাই বিকাল ৪টা পযন্ত ছাত্রলীগ দু-গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া-ইটপাটকেল নিক্ষেপ ও আওয়ামীলীগ অফিসের প্রধান ফটকের গ্লাস ভাংচুরের ঘটনা ঘটেছে।
পকেট কমিটি বাতিলের দাবীতে ছাত্রলীগ বঞ্চিত নেতা কমিরা রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ-মিছিল ও প্রতিবাদ সভা করছেন।
এ সময় কোটালীপাড়া-পয়সারহাট-কোটালীপাড়া-গোপালগঞ্জ সড়কে যান বাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
রোববার রাত দেড়টার দিকে এবং আজ সোমবার বিকাল ৪টার দিকে কোটালীপাড়া থানার এসআই মো, কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা চাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা সাক্ষরিত একটি চিঠির বরাত দিয়ে পুলিশের এসআই মো, কামরুল ইসলাম আরো বলেছেন, জেলা ছাত্রলীগ সভাপতি নিউটন মোল্লা, রোববার রাতে মেয়াদ উত্বির্ন্ন ছাত্রলীগ কোটালীপাড়া উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষনা করেন।
একই সাথে আগামী এক বছরের জন্য কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা করেন। এতে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি মো, স্বপন তালুকদার ও সাধারন সম্পাদক শামীম দাড়িয়ার নাম অনুমোদন করেন।
রাত ১২টার দিকে এ খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষোভে ফেটে পড়েন ছাত্রলীগের একটি অংশ। পরে তারা কোটালীপাড়া- পয়সারহাট ও কোটালীপাড়া –গোপালগঞ্জ সড়ক অবরোধ করে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও সভা করেছেন।
রোববার সকালে এ খবর ছড়িয়ে পড়ার পর ছাত্রলীগ কমিটি থেকে বঞ্চিত নেতাকমিরা দলে দলে উপজেলা চত্বরে সমবেত হয়।
এরপর ঘোষিত উপজেলা ছাত্রলীগ কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। পরে, সদ্য ঘোষিত ছাত্রলীগ কমিটির নেতৃবৃন্দরা উপজেলা এলাকায় গেলে তাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে চেষ্টা চালিয়ে ব্যথ হয়। পুলিশ বলেছেন, পরিস্থিতি তাদের অনুকুলে নাই।
এ ব্যপারে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমির হামজা বলেছেন, কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের ব্যাপারে তিনি কেন্দ্র থেকে কোনো নির্দেশনা পাননি, তাই তিনি ঘোষিত ওই কমিটিতে স্বাক্ষর করেননি।