সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন
আব্দুর রউফ ভূঁইয়া, ব্যুরো প্রধান কিশোরগঞ্জ, কালের খবর : কিশোরগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে মোঃ শাহ কুতুব (আশিক) (২২) নামের এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ৮ জুন রাত ১১:৪৫ মিনিটের সময় পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির সামনে মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার সময় তাকে গ্রেফতার করা হয়।এ সময় তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ১। মোঃ শাহ কুতুব (আশিক)(২২) পাকুন্দিয়া উপজেলার জুনাইল গ্রামের এ কে এমন আব্দুল আউয়ালের ছেলে।
পুলিশ জানায় বৃহস্পতিবার ৮ জুন জেলা গোয়েন্দা শাখা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এস আই (নিরস্ত্র) মোঃ রমজান আলী সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় উক্ত মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে এবং তার নিজ হাতে বের করে দেওয়া ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক রাত ১১:৪৫ ঘটিকায় জব্দ করেছে।
এ বিষয়ে পুলিশ জানায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশ কে জানায় দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইয়াবা ট্যাবলেট সহ অন্যান্য মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জ ও আশেপাশের এলাকা গুলোতে বিক্রি করে আসছিল।
স্থানীয় লোকজনের মতে উক্ত মাদক ব্যবসায়ীর এহেন কর্মে এলাকার বিভিন্ন স্কুল- কলেজের কোমলমতি ছাত্র সহ যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল।
পুলিশ জানায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এই বিষয়ে পাকুন্দিয়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইন-২০১৮ এ একটি মামলা রুজু করা হয়েছে।