বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় তাপদাহে রিকশাচালকদের মাঝে পানি ও স্যালাইন বিতারণ। কালের খবর প্রচণ্ড তাপদাহে পুড়ছে বাগান, ঝরছে আম, শঙ্কায় চাষীরা। কালের খবর ট্রাফিক-ওয়ারী বিভাগ যানচলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে। কালের খবর মারামারি দিয়ে শুরু হলো ‘খলনায়ক’দের কমিটির যাত্রা। কালের খবর কুতুবদিয়ার সাবেক ফ্রীডম পার্টির নেতা আওরঙ্গজেবকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন। কালের খবর সাতক্ষীরায় লোনা পানিতে ‘সোনা’ নষ্ট হচ্ছে মাটির ভৌত গঠন। কালের খবর সড়ক প্রশস্তকরণের কাজে অনিয়মের মহোৎসব। কালের খবর ইপিজেড থানা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে আইন শৃঙ্খলা ও কিশোর গ্যাং প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। কালের খবর শাহজাদপুরে গাছের সঙ্গে ধাক্কা লেগে উড়ে গেল সি লাইন বাসের ছাদ, ১জন নিহত। কালের খবর সাতক্ষীরার কলারোয়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দ্বিতীয় স্ত্রী ঝর্ণার আত্মহত্যা। কালের খবর
সুন্দরগঞ্জে নবীন প্রাথমিক সহকারী শিক্ষকদের বরণ ও আলোচনা সভা

সুন্দরগঞ্জে নবীন প্রাথমিক সহকারী শিক্ষকদের বরণ ও আলোচনা সভা

শহীদুল ইসলাম শহীদ , সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি, কালের খবর : গাইবান্ধার সুন্দরগঞ্জে নতুন যোগদানকৃত প্রাথমিক বিদ্যালয়ের নবীন সহকারী শিক্ষকদের বরণ ও প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সহকারী শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের আয়োজনে নবীন সহকারী শিক্ষকদের বরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মিসেস আফরুজা বারী।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম সরকার লেবু।

উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি এস.এম রাশেদুল আখতারের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ, সুন্দরগঞ্জ পৌর মেয়র আব্দুর রশীদ সরকার ডাবলু, লালমনিরহাট পিটি আইয়ের সুপারিন্টেন্ডেন্ট মোছাম্মৎ শামছিয়া আখতার বেগম, গাইবান্ধা জেলা পরিষদের সদস্য এমদাদুল হক নাদিম, দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক রেজাউল আলম রেজা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশিকুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আব্দুল বাকী, জিগাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী মন্ডল প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে আফরুজা বারী বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব‍্যাপকভাবে ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। লেবু বলেন,শিক্ষার মান উন্নয়নে সরকারের পাশাপাশি শিক্ষার সাথে জড়িত সকলকে আন্তরিক ভাবে এগিয়ে আসতে হবে।

এর আগে, সুন্দরগঞ্জ উপজেলার ১৭৯ জন নবীন সহকারী শিক্ষককে গোলাপ ফুল দিয়ে বরণ শেষে ডায়েরি, কলম ও ক্যাপ উপহার দেওয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com