মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৮:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গণহত্যায় উস্কানিদাতা জাতীয় প্রেস ক্লাবের ৩৭ জনের সদস্যপদ স্থগিত আমাদের ঐক্য নষ্ট হলে পতিত স্বৈরাচাররা আবার ফিরে আসবে : কবি আব্দুল হাই শিকদার। কালের খবর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত ৪০ : কালের খবর ব্রাহ্মণবাড়িয়ায় বিতর্ক প্রতিযোগিতা। কালের খবর ফুলপুরে পৌর বিএনপির উদ্যোগে মতবিনিময়। কালের খবর রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্হান লালমনিরহাটের শিবরাম। কালের খবর এবার ঢাকায় মহাসমাবেশের ডাক সাদপন্থিদের। কালের খবর সাদপন্থিদের কাকরাইল মসজিদে বৃহৎ জামাতে জুমা আদায়। কালের খবর রায়পুরায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্্যালি। কালের খবর রায়পুরায় পৈত্রিক সম্পত্তিতে মাটি ভরাটে চাঁদা দাবি। কালের খবর
কসবায় পৃথক পৃথক অভিযানে ৪৩ বোতল বিদেশী মদ, ৬ কেজি গাঁজাসহ ৫ জনকে গ্রেফতার। কালের খবর

কসবায় পৃথক পৃথক অভিযানে ৪৩ বোতল বিদেশী মদ, ৬ কেজি গাঁজাসহ ৫ জনকে গ্রেফতার। কালের খবর

ইয়াসিন মনি খান, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, কালের খবর : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৪৩ বোতল বিদেশী মদ, ৬ কেজি গাঁজা ও একটি ব্যাটরি চালিত অটোরিক্সাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
   বুধবার (১৪ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশি অভিযান চালিয়ে এ মাদকদ্রব্য জব্দ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন। অভিযানে আটককৃতরা হলো উপজেলার খারপাড়া গ্রামের মৃত আবুল বাশারের ছেলে হানিফ প্রকাশ মোহাম্মদ আলী (৩৮) মেহারী গ্রামের মৃত মহিউর রহমানের ছেলে মোঃ দেলোয়ার (৪৩) ব্রাহ্মণপাড়া উপজেলার মৃত আয়েত আলীর ছেলে হুমায়ূন কবির (৫২) সুমন মিয়া (৩২) আক্তার হোসেন (৩৮), রতন শর্মা (৩০)।
 পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান চালিয়ে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কসবা পৌরসভার ৮নং ওয়ার্ডের মরাপুকুরপাড় গ্রামের জনৈক দারু মিয়ার ফিশারির পূর্ব পাড়ে রাখা একটি ব্যাটারি চালিত অটোরিকশার পা দানির নিচে রাখা কালো রংয়ের একটি স্কুল ব্যাগে খাকি রংয়ের স্কচটেপে মোড়ানো ২টি বান্ডেলে থাকা ৬ কেজি গাঁজা ও ৪৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, আমি যতদিন দায়িত্বে আছি ততদিন মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবো, এবং তারই ফলফ্রুতিতে মাদক কারবারিদের প্রতিনিয়ত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখছি।
    তিনি আরো জানান, সীমান্তের মাদক চোরাকারবারী গডফাদারদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। অচিরেই তাদেরকে গ্রেফতার করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com