প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৪, ১০:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২২, ১০:৪৩ পি.এম
কসবায় পৃথক পৃথক অভিযানে ৪৩ বোতল বিদেশী মদ, ৬ কেজি গাঁজাসহ ৫ জনকে গ্রেফতার। কালের খবর
ইয়াসিন মনি খান, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, কালের খবর : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৪৩ বোতল বিদেশী মদ, ৬ কেজি গাঁজা ও একটি ব্যাটরি চালিত অটোরিক্সাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৪ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশি অভিযান চালিয়ে এ মাদকদ্রব্য জব্দ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন। অভিযানে আটককৃতরা হলো উপজেলার খারপাড়া গ্রামের মৃত আবুল বাশারের ছেলে হানিফ প্রকাশ মোহাম্মদ আলী (৩৮) মেহারী গ্রামের মৃত মহিউর রহমানের ছেলে মোঃ দেলোয়ার (৪৩) ব্রাহ্মণপাড়া উপজেলার মৃত আয়েত আলীর ছেলে হুমায়ূন কবির (৫২) সুমন মিয়া (৩২) আক্তার হোসেন (৩৮), রতন শর্মা (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান চালিয়ে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কসবা পৌরসভার ৮নং ওয়ার্ডের মরাপুকুরপাড় গ্রামের জনৈক দারু মিয়ার ফিশারির পূর্ব পাড়ে রাখা একটি ব্যাটারি চালিত অটোরিকশার পা দানির নিচে রাখা কালো রংয়ের একটি স্কুল ব্যাগে খাকি রংয়ের স্কচটেপে মোড়ানো ২টি বান্ডেলে থাকা ৬ কেজি গাঁজা ও ৪৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, আমি যতদিন দায়িত্বে আছি ততদিন মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবো, এবং তারই ফলফ্রুতিতে মাদক কারবারিদের প্রতিনিয়ত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখছি।
তিনি আরো জানান, সীমান্তের মাদক চোরাকারবারী গডফাদারদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। অচিরেই তাদেরকে গ্রেফতার করা হবে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি