মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ০৩:০১ পূর্বাহ্ন
এম আই ফারুক, কালের খবর, ঢাকা : : পশ্চিম পাকিস্তানীরা বাঙালিদের সাথে সৎ ভাইয়ের মতো আচরণ করতো বলে মন্তব্য করেছেন ঢাকা-৫ আসনের এমপি কাজী মনিরুল ইসলাম মনু।
সোমবার ১৫ আগস্টের শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কাজী মনিরুল ইসলাম মনু বলেন, পাকিস্তানিরা সব সময় বঙ্গালিদের উপর অত্যাচারন- নির্যাতন করেছে। সেই অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর জন্ম না হলে আজকে স্বাধীন বাংলাদেশেরও জন্ম হতো না। তিনি বলেন, আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা পিতার স্বপ্ন বাস্তবায়নে অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন। ইতোমধ্যে দেশবাসীকে সুখে শান্তিতে রাখতে বিশ্বের সাথে তালমিলিয়ে দেশকে উন্নয়নের রোলমর্ডেল হিসেবে দাড় করিয়েছেন। দেশের মানুষের শান্তির জন্ম নিজেকে উজার করে দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু বিএনপি-জামায়াত শুধু নিজেদের সুখের জন্য লুটপাট করেছেন। তাই আগামীতেও দেশের মানুষ ভোট দিয়ে আবারো আওয়ামী লীগকে রাষ্ট্রীয় আসনে বসাবে।
মান্নান স্কুল এণ্ড কলেজ এর গভনিংবডির সভাপতি কামরুজ্জামান জামাল কামরুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা পূর্বঞ্চল প্রেসক্লাবের সভাপতি সারোয়ার আরিফ উদ্দিন, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের নেতা জিয়াউদ্দিন জিয়া, ৬৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এস এম সোহেল ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আবদুল আলীম, ডেমরা থানা আওয়ামী মৎস্যজীবি লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো ইউনুস আলী( সাদ্দাম), এম এ আলীসহ আরো অনেকে।