সোমবার, ২০ মে ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কোরবানির পশু প্রস্তুত করতে ব্যস্ত সাতক্ষীরার খামারিরা। কালের খবর চট্টগ্রামের ইপিজেডে ছুরিকাঘাতে যুবক খুন, ঘটনায় জড়িত মূল হোতাসহ ২জন গ্রেপ্তার। কালের খবর রাজধানী ঢাকা শহরে কোনো ব্যাটারিচালিত রিকশা চলবে না : সড়ক পরিবহনমন্ত্রী। কালের খবর সাতক্ষীরায় দাবিকৃত চাঁদা না পেয়ে ইয়াছিন আলীকে কুপিয়ে জখম। কালের খবর সাতক্ষীরার খোলপেটুয়া নদীর বেড়িবাঁধের বালুভর্তি জিও বস্তায় ফাটল। কালের খবর শাহজাহান আবদালীর সংক্ষিপ্ত পরিচিতি। কালের খবর নিম্ন আয়ের মানুষের জন্য আবাসন প্রকল্প নিচ্ছে গণপূর্ত মন্ত্রণালয়। কালের খবর মাটিরাঙ্গার অপরাধ আখড়া রাজধানীর অভিজাত এলাকায় ( QD’S ) সিসা লাউঞ্জের নামে চলছে ব্ল্যাকমেইলসহ মাদক বাণিজ্য। কালের খবর গ্যাস সরকারি, বিল যাচ্ছে দালালের পকেটে
দুইজন ছিনতাইকারীকে খুঁজছে পুলিশ

দুইজন ছিনতাইকারীকে খুঁজছে পুলিশ

কালের খবর প্রতিবেদক : উত্তরার ছিনতাই করতে গিয়ে মৃত্যুর ঘটনায় সন্দিগ্ধ দুইজন ছিনতাইকারীকে খুঁজছে পুলিশ।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানানো হয়, গত ১ ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০.২০ টায় বিকাশ ডিস্ট্রিবিউটর মোঃ আল-আমিন(২৫) ও তার পূর্ব পরিচিত শামীম হোসেন উত্তরা পশ্চিম থানার সেক্টর#৫ এর রোড#১/এ যাওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়েন।

ছিনতাইকারীরা আল-আমিনের কাছে থাকা ৮ লক্ষ ৪৪ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। ছিনতাইকারীদের একজন ছুরি দিয়ে তার উরুতে কোপ দেয় অপরজন তার বুকে ছুরির পোচ দেয়। তারা আল-আমিনের কাছে থাকা টাকা নিয়ে একটি অজ্ঞাতনামা প্রাইভেট কারে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আহত আল-আমিনকে শামীম ও স্থানীয় লোকজন নিকটস্থ ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আল-আমিনকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় গত ১ ফেব্রুয়ারি, ২০১৮ উত্তরা পশ্চিম থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। যার নম্বর ০৩(০২)১৮।

মামলাটি তদন্তকালে বাদীর এজাহারে উল্লেখিত সময়ের সাথে মিল রেখে অত্র এলাকার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ পূর্বক পর্যালোচনা করে অজ্ঞাতনামা দুই জন ছিনতাইকারী ও তাদের ব্যবহৃত প্রাইভেট কারটি দেখা গিয়াছে। ছিনতাইকারীদের প্রকৃত নাম-ঠিকানা ও পরিচয় উদঘাটনের লক্ষ্যে সিসি ক্যামেরা হতে ছবি প্রকাশ করা হলো।
যদি কোন সহৃয়বান ব্যক্তি তাদের (ছবিতে প্রদর্শিত) কে সনাক্ত করতে পারেন বা চিনে থাকেন তাহলে নিকটস্থ থানা, ওসি উত্তরা পশ্চিম(01769-058065) বা ডিএমপি মিডিয়া (01713-398757) নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com