রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:১৯ অপরাহ্ন
জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি, কালের খবর :
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাধীন মাটিরাঙা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি
সুধীন বিকাশ ত্রিপুরাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাতে
মাটিরাঙা সদর ইউনিয়নের ওয়াচু এলাকায় এ ঘটনা ঘটে।
সন্ত্রাসী হামলায় আহত সুধীন বিকাশ ত্রিপুরার স্ত্রী সংরক্ষিত আসনের সাবেক মহিলা সদস্য কাজলী ত্রিপুরা বলেন, সন্ধ্যার দিকেওয়াচু এলালাকায় নিজের চা দোকানে দলীয় কর্মসূচি নিয়ে স্থানীয় বিএনপি নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন। এ সময় সংঘবদ্ধ আওয়ামীলীগের কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে তার উপর অতর্কিত হামলা করে কুপিয়ে জখম করে। এতে সুধীর ত্রিপুরা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে খাগড়াছড়ির হেলথ কেয়ার হসপিটালে ভর্তি করে।
এদিকে রাত দুইটার দিকে খাগড়াছড়ির হেলথ কেয়ার হসপিটালে চিকিৎসাধীন সুধীর বিকাশ ত্রিপুরাকে দেখতে ছুটে যান কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া। এসময় তিনি তার চিকিৎসার খোজখবর নেন।
এসময় তার সাথে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার ও মাটিরাঙা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ (ওসি মো. তৌফিকুল ইসলাম বলেন, আমরা এই বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।