শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সমাজে “শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে — সাতক্ষীরায় তাপদাহে রিকশাচালকদের মাঝে পানি ও স্যালাইন বিতারণ। কালের খবর প্রচণ্ড তাপদাহে পুড়ছে বাগান, ঝরছে আম, শঙ্কায় চাষীরা। কালের খবর ট্রাফিক-ওয়ারী বিভাগ যানচলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে। কালের খবর মারামারি দিয়ে শুরু হলো ‘খলনায়ক’দের কমিটির যাত্রা। কালের খবর কুতুবদিয়ার সাবেক ফ্রীডম পার্টির নেতা আওরঙ্গজেবকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন। কালের খবর সাতক্ষীরায় লোনা পানিতে ‘সোনা’ নষ্ট হচ্ছে মাটির ভৌত গঠন। কালের খবর সড়ক প্রশস্তকরণের কাজে অনিয়মের মহোৎসব। কালের খবর ইপিজেড থানা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে আইন শৃঙ্খলা ও কিশোর গ্যাং প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। কালের খবর শাহজাদপুরে গাছের সঙ্গে ধাক্কা লেগে উড়ে গেল সি লাইন বাসের ছাদ, ১জন নিহত। কালের খবর
দ্বাদশ নির্বাচনে ঢাকা-৫ আসনের মনোনয়ন প্রত্যাশীরা মাঠে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ। কালের খবর

দ্বাদশ নির্বাচনে ঢাকা-৫ আসনের মনোনয়ন প্রত্যাশীরা মাঠে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ। কালের খবর

স্টাফ রিপোর্টার, কালের খবর : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৫ সংসদীয় এলাকায় ঈদুল ফিতর উপলক্ষ্যে নিম্ম আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী এবং বস্ত্র-সামগ্রী বিতরণ করছেন নৌকার সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা। এরমধ্যে রয়েছেন-ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী সাইফুন্নবী সাগর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম শরিফুল ইসলাম, ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি এডভোটেক রফিকুল ইসলাম মাসুদ, প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লার জেষ্ঠ্যপুত্র ও ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল এবং বর্তমান এমপি কাজী মনিরুল ইসলাম মনু’র পুত্র বিশিষ্ট্য শিক্ষাবিদ কাজী খাইরুল ইসলাম রনি, যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন, আওয়ামী লীগের আর্ন্তজাতিক উপকমিটির সদস্য নেহরীন মোস্তফা দিশি, ৭০নং ওয়ার্ড কাউন্সিলর আতিকুর রহমান আতিকসহ আরো অনেকে। এরআগে গত কয়েকদিন যাবত আওয়ামী লীগের থানা-ওয়ার্ড এবং দলের অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যানারে ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরন করে নিজেদের জানান দিচ্ছেন এইসব মনোনয়ন প্রত্যাশীরা। তবে রাজনীতিক নেতাদের পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলররাও সাধ্যমতো ঈদ সামগ্রী বিতরণ করছেন। এসব ঈদ উপহার সামগ্রীর প্যাকেটে ছিল চাল, পোলাও চাল, ডাল, আলু, তেল, চিনি, সেমাই ও দুধ। ঈদ উপহার বিতরণ করলেন এফ এম শরীফ: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করছেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম শরিফুল ইসলাম। গত শুক্রবার বিকালে পশ্চিম মোমেন বাগ পাড়া ডগাইর আইডিয়্যাল স্কুল এন্ড কলেজের সামনে এই ঈদ উপহার বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শান্তনূর খান শান্তসহ স্থানীয় আওয়ামী লীগের ইউনিট নেতারা। ঈদ সামগ্রী বিতরণকালে এফ এম শরিফুল ইসলাম বলেন, আজকে আপনাদের আমন্ত্রনে এখানে এসেছি অসহায়-নিন্ম আয়ের মানুষের মাঝে ঈদের আগে কিছু আনন্দ ভাগা-ভাগি করতে। তিনি বলেন, আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আওয়ামী লীগকে ভালোবেসে কাজ করে যাচ্ছি। এই ধারা অব্যহত রাখতে হবে। একইভাবে অন্যান্য নেতারাও ঢাকা-৫ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন এবং অসহায়-নিন্ম আয়ের মানুষের পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়ে নিজেদের জানান দিচ্ছেন। স্বেচ্ছাসেবক লীগের ঈদ উপহার বিতরণ: কোনাপাড়া মান্নান স্কুল প্রাঙ্গনে গতকাল সুবিধাবঞ্চিত নিম্ম আয়ের ৫৫০টি পরিবারকে ঈদ উপহার (শাড়ী-লুঙ্গি) দিয়েছে ‘৬৪ নং ওয়ার্ড’ ডেমরা থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন। ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি সিফাত সাদেকীন চপলের সভাপতিত্বে ঈদ উপহার বিতরনে উপস্থিত ছিলেন৬৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের ৬ নং ইউনিটের সাধারণ সম্পাদক শামিম মিয়া, ৭ নং ইউনিটের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ হুমায়ুন ও যুগ্ম সাধারণ সম্পাদক এস এম পাভেল, ৫ নং ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুব আলম মানিক, ৬৬ নং ওয়ার্ড দক্ষিণ পশ্চিম ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ৬ নং ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক মো: শাওন, ডেমরা থানা তাঁতী লীগের সভাপতি শরিফুল ইসলাম সজিব, ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আবুল, ডেমরা থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: রাফি লষ্কর, ৬৪ নং ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি মর্জিনা বেগম সহ আরো অনেকে। ঈদ সামগ্রী বিতরন করলেন এমপি পুত্র: ঢাকা-৫ নির্বাচনী এলাকার অসহায় ছিন্নমূল মানুষের মাঝে ঈদ-সামগ্রী তুলে দিয়েছেন সাংসদ কাজী মনিরুল ইসলাম মনু‘র ছেলে কাজী খাইরুল ইসলাম রনি। গতকাল শনিবার গেন্ডারীয়াস্থ নিজ বাসভবনে ঢাকা-৫ নির্বাচনী এলাকার (ডেমরা-যাত্রাবাড়ি) দিনমজুর, রিস্কা চালক, সিএনজি চালকসহ খেটে খাওয়া ৬শতাধিক পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করেন। ঈদ সামগ্রীর মধ্যে ছিল-পোলাও চাল, চিনি, সেমাই, দুধ, তেল, আলু, পিঁয়াজ ও মুরগিসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী। এ সময় কাজী খাইরুল ইসলাম রনি বলেন, গত ২টি বছর মহামারি করোনাভাইরাসে অনেকে ক্ষতিগ্রস্থ হয়ে এখন বিপদে পড়েছেন। তারা যাতে ঈদে সুন্দরভাবে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে পারে, সেইলক্ষে বেকার, দুঃস্থ ও অসহায় মানুষের পাশে সাধ্যমতো সহযোগীতদার চেষ্টা করছি। দলীয় নেতাকর্মীদের নিয়ে ইফতার: বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের ১৪টি স্থানে ইফতার মাহফিল ও গরীবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না। সর্বশেষ গতকাল শনিবার ৬৩ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ৫ম বাৎসরিক ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন তিনি। এরআগে ২৭ এপ্রিল বিবির বাগিচা সমাজ কল্যান পরিষদ আয়োজিত দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয় সবুজ বিদ্যাপীঠ স্কুল এন্ড কলেজ জয় বাংলা অডিটোরিয়ামে। ২৬ এপ্রিল সুতিখালপাড় বাইতুল মোমেন জামে মসজিদ এবং ২৫ এপ্রিল নুর কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগ ও দলের অঙ্গ-সহযোগী নেতাকর্মীদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হারুনর রশিদ মুন্না। প্রতিটি ইফতার মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে সার্বিক ব্যাবস্থানাও পরিচালনা করেন ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম অনু। এতে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘আলো’: রাজধানীর ডেমরায় স্বেচ্ছাসেবী সংগঠন আলো’র পক্ষ থেকে ১১শ’ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ-২০২২ সম্পন্ন করা হয়েছে। শুক্রবার বিকালে প্রথম ধাপে ডেমরার বিভিন্ন এলাকায় ৮০০ দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উৎসবের উপহারসামগ্রী বিতরণ করা হয়। এদিকে একই দিনে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপে কুড়িগ্রাম, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে পর্যায়ক্রমে ৩০০ পরিবারের মাঝে আলো’র ঈদ উৎসবের উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এদিন এলাকার বরেণ্য বক্তিবর্গ ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত থেকে অসহায় পরিবারগুলোর মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করেন। এ সময় আলো’র স্বেচ্ছাসেবীরা সংগঠনের সভাপতি মো. শাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন ধন্যবাদসহ কৃতজ্ঞতা জানিয়েছেন তাদের নিজস্ব সকল দাতা ও শুভাকাঙ্খীদের প্রতি।সুবিধাবঞ্চিতদের মাঝে সেলাই মেশিন বিতরণ: রাজধানীর ডেমরায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সামাজিক সংগঠন আল-মোস্তফা সমাজ কল্যাণ সংস্থা ও ডেমরা তরুণ সংঘের উদ্যোগে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ-২০২২ কর্মসূচী পালন করা হয়েছে। ডেমরা ভলান্টিয়ার্স এর তত্বাবধানে স্থানীয় আব্দুল খালেক ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতা ও বিএইচএস-৯০ ওয়েলফেয়ার সোসাইটির সহযোগীতায় বৃহস্পতিবার বিকালে পৃথকভাবে বামৈল বাজার ও মা মেমোরিয়াল মডেল একাডেমীতে এসব কর্মসূচী পালন করা হয়। এ সময় ৫ শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) তুলে দেওয়া হয়। একই সঙ্গে দুই জন অসহায় নারীকে সাবলম্বী করতে দু’টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা ভলান্টিয়ার্স, বিএইচএস-৯০ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ও আব্দুল খালেক ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন। বামৈল বাজার এলাকায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আল মোস্তফা সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সিদ্দিকুর রহমান ও মা মেমোরিয়াল একাডেমীতে সভাপতিত্ব করেন ডেমরা তরুণ সংঘের সাধারণ সম্পাদক সাংবাদিক নাহিদ কামাল। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিএসসিসির ৬৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন, বামৈল উত্তর ইউনিট আওয়ামী লীগ সভাপতি নাসির উদ্দিন,আল মোস্তফা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা ইঞ্জি.মো. ওয়াদুদ মিয়া প্রমূখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com