বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৯ পূর্বাহ্ন
এ সময় এমভি আলো ছায়া নামে বাল্কহেডটিকে জব্দ করে ডেমরা নৌপুলিশ ফাঁড়ির হেফাজতে নেওয়া হয়। বাল্কহেডটির মূল্য ৮০ লাখ টাকা।
গতকাল দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। শনিবার দিন বেলা সাড়ে ১০ টার দিকে গ্রেফতাকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে নৌপুলিশ।
শুক্রবার রাতে পুলিশের সংকেত অমান্য করে বাল্কহেড নিয়ে দ্রুতগতিতে পালানোর সময় ডেমরা বাজার সংলগ্ন বালু নদ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বাল্কহেডের শুকানি বরগুনার সদর থানার ডালভাঙ্গা রায়ভোগ এলাকার আব্দুল আলীমের ছেলে মো. জহিরুল ইসলাম (২৫) ও সহযোগী একই এলাকার পোটকা খালী গ্রামের আব্দুর রব মোল্লার ছেলে মো. ইউনুছ মোল্লা (৩২)। এ ঘটনায় বাল্কহেডের মালিক ঢাকার বাড্ডা থানার বেরাইদ এলাকার মো. জাহিদ (৪৮) পলাতক রয়েছে বলে জানা গেছে।
নৌপুলিশের বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, গ্রেফতারকৃতরা রাতের বেলা নিষিদ্ধ সময়ে নিষেধাজ্ঞা অমান্য করে বালু নদে জানমালের ঝুঁকি নিয়ে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা সৃষ্টি করেছে। এ সময় তারা মারাত্মক বেপরোয়া গতিতে বাল্কহেড নিয়ে পালানোর চেষ্টা করে।