বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
রাজধানীর ডেমরায় একটি স্বর্ণের দোকানের পেছনের দেয়াল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ওই দোকানের স্বর্ণালংকারসহ ৯৫ লাখ টাকার মালামাল চোরেরা নিয়ে গেছে বলে জানা গেছে।
সেখান থেকে ৮৮ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১২০ ভরি স্বর্ণ, ডায়মন্ডের ১৩৫টি নাকফুল, ১৩টি ডায়মন্ডের আংটি ও সিন্দুক ভেঙ্গে নগদ ৪ লাখ ৭০ হাজার টাকা ও সিসি ক্যামেরাও চুরি করে নিয়ে গিয়ে যায় চোরেরা।
তবে এ সময় মার্কেটের সামনে অবস্থান করায় নিরাপত্তা প্রহরীরা কিছুই টের পায়নি বলে জানা গেছে। এদিকে খবর পেয়ে বুধবার দুপুরে পুলিশসহ সিআইডির ক্রাইমসিন ঘটনাস্থলে এসে পরিদর্শন করে প্রয়োজনীয় নানা আলামত সংগ্রহ করেন।
প্রত্যক্ষদর্শীসহ দোকান মালিকের ছেলে শাহিন জানান, প্রতিদিনের মতো দোকানদারি শেষে রাত ১১টার দিকে দোকানের তালাবন্ধ করে চলে যায় শাহিন ও তার সহযোগী। পরদিন সকালে তারা দোকান খুলে দেখেন সিন্দুক ভাঙ্গা, পেছনের দেয়াল কাটা ও দোকানে কোনো স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নাই।
এ বিষয়ে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্তসাপেক্ষে ঘটনার আসল রহস্য বেরিয়ে আসবে। চুরির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।