সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:০০ অপরাহ্ন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পবিত্র কোরআন শিক্ষা লাভ করায় ৫ জনকে কর্মসংস্থানের সুযোগ করে দিলো রংধনু গ্রুপ। বয়স্কদের কোরআন শরিফ শেখায় আগ্রহী করে তোলতে এমন উদ্যোগ গ্রহন করেছে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপ। ১ অক্টোবর (শুক্রবার) বাদ জুমা উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া পশ্চিমপাড়া জামে মসজিদে রিকসা চালক সালমান (২৯), চা দোকানদার মফিজুল ইসলাম (২৬), মাংস বিক্রেতা ইয়ার হোসেন (২৮), কর্মহীন নাজমুল হাসান (৩০)ও সাকিব আল হাসান (১২) নামে ৫ জনের হাতে কর্মসংস্থানের জন্য নগদ অর্থ ও কোরআন শরিফ তুলে দেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইমলাম। ৯০ দিনে কোরআন শরিফ পড়ার আয়ত্ব করে তারা প্রত্যেকে পুরুস্কার ৫০ হাজার টাকা করে লাভ করেন এসময় তিনি বলেন, বিগত দিনে আমি এই গ্রামের জন্য বিশেষ করে কায়েতপাড়াবাসীর জন্য যা করেছি তা আশপাশের ইউনিয়নের সাথে তুলনা করলে অসাপনারা বুঝতে পারবেন। আমার মনে হয় সারা বাংলাদেশের কোনো ইউপি চেয়ারম্যান জনগণের খেদমত করার জন্য এমনভাবে এগিয়ে এসেছে বলে আমার মনে হয়না।
আমি নিজেকে নিয়ে গর্ববোধ করিনা। আমি মনে করি এটি রূপগঞ্জবাসী তথা কায়েতপাড়াবাসীর গর্ব । সারা রূপগঞ্জে আমরা কাজ করেছি। এ করোনা মহামারির মধ্যে আপনারাই এই নাওড়ার মানুষই সারা রূপগঞ্জের মানুষকে সহায়তা করে আসছেন। ইউপি নির্বাচনের তপসিল ঘোষণা হয়েছে মা বোনদের বলব, যুবক ভাইদেরকে বলব আপনারা যদি মনে করেন, আপনাদের সন্তান আপনাদের ভাই চেয়ারম্যান ছিল, ভবিষ্যতেও আপনাদের সন্তান আপনাদের ভাইকে ভোটে নির্বাচিত করে রাখবেন তাহলে কাল থেকে কায়েতপাড়া ইউনিয়নের প্রত্যকটি এলাকায়, ঘরে ঘরে নৌকার জন্য আমার ভাইয়ের জন্য কাজ করুন। আমি সময়ের জন্য নির্বাচন করতে পারছি না। আমার ছোট ভাই আপনাদের কাছে আমার চেয়েও বেশি প্রিয়। তাই আমি ধরে নিয়েছি, আমার ভাইকে আপনারা বেশি পছন্দ করেন। আমাকে পছন্দ করে হলেও আমার ভাইকে সহযোগিতা করবেন। আমি যদি কোনো কথা বলি, অপনারা ৯৫ ভাগ মানুষই আমার কথা শোনেন, তাই আমার বিশ্বাস আছে আমার ভাই আমার কথা শুনবে।
একজন রফিক হয়ে একজন মিজান হয়ে মা ও বোনেরা মুরুবৃবীরা কায়েতপাড়ার প্রত্যকটি এলাকায় ছড়িয়ে যাবেন এবং জয় ছিনিয়ে আনবেন। আমি আশা করছি এ কায়েতপাড়া বাসীর জন্য একটা সুন্দর কিছু উপহার দিতে পারবো। এসময় আরও উপস্থিত ছিলেন রংধনু গ্রুপের পরিচালক ও আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী মোঃ মিজানুর রহমান, মসজিদের ইমাম মুফতি রফিকুল ইসলাম, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন ভূইয়া, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল আউয়াল, আওয়ামীলীগ নেতা তারিকুল ইসলাম, আলতাফ হোসেন, আলী আজগর, যুবলীগ নেতা হাজী সফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা লুৎফর রহমান মুন্না, আশফাকুল ইসলাম তুষার, আশরাফুল আলম ভূইয়া জেমিনসহ অত্র এলাকার মুসুল্লীগন।