মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৫৮ পূর্বাহ্ন
কালের খবর প্রতিবেদক :
বছরের পর বছর ধরে মানুষের পাশে,মানবতার টানে বিরামহীন ছুটে চলেছেন একজন তরুণ নেতা। লোক দেখানো তথাকথিত ফটোসেশন নেতাদের ভীরে তিনিঁ ব্যতিক্রম। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে দিনে কিংবা রাতে খোঁজে খোঁজে অসহায়, হতদরিদ্র অথবা চিকিৎসার অভাবে বিছানায় পরে থাকা রোগীর পাশে সাহায্যের হাত বাড়িয়ে চলেছেন অবিরাম। দুর্ঘটনায় পঙ্গুত্ব কিংবা নিহত বহু পরিবারে নগদ অর্থ,নিত্য-প্রয়োজনীয় সামগ্রী এমনকি ঈদুল আযহার আনন্দ বাড়িয়ে দিতে নিজে বহন করে পৌছে দিয়েছেন কুরবানির গোশত।
তিনিঁ কেন্দ্রিয় আওয়ামী যুবলীগের সহ সম্পাদক ও দৈনিক যায় যায় কাল পত্রিকার সম্পাদক আলামিনুল হক আলামিন।
এরই ধারাবাহিকতায় গত রবিবার সদা হাস্যোজ্বল,নিরহংকার ও পরোপকারী মনোভাবে বলিয়ান আলামিনুল হক আলামিন ছুটে এসেছেন নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর গ্রামে। যেখানে হেলাল উদ্দিন।অসুস্থ হয়ে ৫ বছর যাবত ঘরবন্দি। টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না। এদিকে উপার্জনের একমাত্র অবলম্বন স্বামীর অসুস্থতার কারণে স্ত্রী চন্দা ও মানবেতর জীবনযাপন করছেন। অত্যান্ত মনোযোগ সহকারে শুনলেন অসহায়ের আর্তি। করেছেন সাধ্যমতো সহযোগিতা পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।