শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার, কালের খবর : করোনা মহামারিতে অসহায় হওয়া পরিবারগুলোর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার ঢাকা জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট, মো. শহীদুল ইসলাম উপহারের খাদ্যসামগ্রী বিতরণ করেন। এতে ঢাকা পূর্বাঞ্চল প্রেসক্লাবের সভাপতি সারোয়ার আরিফ উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট্য সমাজসেবক মো: ফজলুল কবির, সিনিয়র সাংবাদিক কামরুজ্জামান কামরুল,ছাত্রনেতা মাহাবুবুর রহমান খান ও কবির উদ্দিনসহ আরো অনেকে। রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল আদর্শ উচ্চ বিদ্যালয় ও কিন্ডারগার্টেন মাঠে কর্মহীন ও নিম্ন আয়ের ৩০০ পরিবারের মাঝে উপহার সামগ্রী দেয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে-দুধ, চাল, ডাল, তেল, আলু, লবণ, সাবানসহ বিভিন্ন খাদ্যসামগ্রী।
জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, করোনা মহামারির কারণে কর্মহীন হয়ে পড়া কোনো পরিবার খাদ্য সংকটে ভুগবে না। সরকারের ৩৩৩ নম্বরে কল করে যারা খাদ্য সহযোগিতা চাচ্ছেন, ঢাকা জেলা প্রশাসনের পক্ষ হতে তাদেরকেও খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। এ ধরেনের সহায়তা চলমান থাকবে বলে জানান তিনি।