শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
স্টাফ রির্পোটার, কালের খবর : করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের বছর পেরিয়ে সম্প্রতি আবারও বাড়ছে আক্রান্তের হার। এ অবস্থায় মানুষের মাস্ক পরা নিশ্চিত ও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানাতে আবারও মাঠে নামছেন পুলিশ সদস্যরা। গতকাল রোববার দেশজুড়ে এই বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি শুরু করছে পুলিশ। ‘মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এই কর্মসূচি চলমান থাকবে। গত বৃহস্পতিবার (১৮ মার্চ) আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেন, ২১ মার্চ থেকে ‘মাস্ক পরার অভ্যেস, কোভিডমুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেশব্যাপী বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি শুরু হচ্ছে। এ কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানতে অনুপ্রেরণা ও উদ্বুদ্ধ করবে পুলিশ। তবে আপাতত বাধ্য নয়, স্বাস্থ্যবিধি মানতে মাঠপর্যায়ে সবাইকে উদ্বুদ্ধ করতে পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থনৈতিক ও জীবনধারা স্বাভাবিক রাখার পাশাপাশি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এমন পরিকল্পনা নেওয়া কথা জানানো হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, আইজিপির নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ শুরু করেছে ডিএমপি। তবে, রোববার থেকে ডিএমপির সব এলাকায় থাকবে নজরদারি। এলাকাভিত্তিক ডিএমপির সদস্যরা জনসাধারণকে উদ্বুদ্ধ করার পাশাপাশি বিনামূল্যে মাস্ক বিতরণ করবেন। গতকাল রোববার কর্মসূচি শুরুর প্রথম দিনে রাজধানীর ফার্মগেট এলাকায় ৫ হাজার মানুষের মধ্যে মাস্ক বিতরণ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ। বেলা সাড়ে ১১টা থেকে রাজধানীর ফার্মগেট এলাকায় মাস্ক বিতরণ এ কার্যক্রমের নেতৃত্ব দেন তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন-অর-রশীদ। তবে আপাতত বাধ্য নয়, স্বাস্থ্যবিধি মানতে মাঠপর্যায়ে সবাইকে উদ্বুদ্ধ করতে পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থনৈতিক ও জীবনধারা স্বাভাবিক রাখার পাশাপাশি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এমন পরিকল্পনা নেওয়া কথা জানানো হয়। তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন-অর-রশীদ বলেন, দেশব্যাপী করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশ পুলিশের মাস্ক বিতরণ কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। আমরা মূলত জণগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক বিতরণ করছি। অনেকেই যারা রাস্তায় মাস্ক ছাড়া চলাচল করছেন, তাদেরকে মাস্ক বিতরণ করছি। মানুষকে মাস্ক পরার অভ্যাস করতে হবে উল্লেখ করে তিনি বলেন, অনেকেই ইতোমধ্যে টিকা নিয়েছেন। কিন্তু এরপরেও আমাদের সবাইকে মাস্ক পরতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা মোকাবিলায় বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। আমরা আইজিপি ও ডিএমপি কমিশনারের নির্দেশে মাস্ক বিতরণ করছি। এ সময় পথচারীরা পুলিশের এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, সাধারণ মানুষের মধ্যে এখন মাস্ক পরার অভ্যাসটা অনেকটা কমে গেছে। পুলিশ যদি এ কার্যক্রম অব্যাহত রাখে তাহলে করোনা সংক্রমণ কিছুটা হলেও কমবে। করোনা মোকাবিলায় শুরু থেকেই পুলিশ জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে কাজ করেছেন। এ পর্যন্ত পুলিশের ৮৭ জন সদস্য করোনায় মৃত্যুবরণ করেছেন আর আক্রান্ত হয়েছেন ২০ হাজারের বেশি সদস্য। এবারও করোনার সংক্রমণরোধে মানুষের সঙ্গে কাজ করবে পুলিশ। করোনাভাইরাস মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টিতে কাজ করার পাশাপাশি গতকাল রোববার ২হাজার ৫শত মাস্ক বিতরণ করেছে রাজধানীর কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর। এদিন সকাল থেকে দিনভর কদমতলী থানা এলাকায় এসব মাস্ক বিতরণ করা হয়। মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন ৬৫ নং ওয়ার্ড কাউন্সিলর সামসুদ্দিন আহমেদ সেন্টু, সাব ইন্সপেক্টর আলম বাদশা,শাহ আলম, মনিরুজ্জামান, সবুজ,কবির হোসেন,এ আই আই, আবুল হোসেন,মতিন,নুর ইসলাম, বিশিষ্ট্য সমাজসেবক তানভীর আহমেদ, আওয়ামী লীগ নেতা সামসুদ্দিন আহমেদসহ আরো অনেকে। এ সময় যাদের মুখে মাস্ক ছিল না তাদের মাস্ক পরিয়ে দেওয়াসহ সচেতনতামূলক পরামর্শ দেন জামাল উদ্দিন মীর। করোনা প্রতিরোধে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে জনসাধারণকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান কদমতলী থানা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। একইদিন যাত্রাবাড়ী থানাধীণ এলাকার কাজলা-ভাঙ্গাপ্রেস,কোনাপাড়া,বিবির বাগিচা, ধলপুর-সায়েদাবাদে পথচারি-কাচাবাজার, মদি দোকানী ও সাধারণ মানুষের মাস্ক বিতরণ করেন যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম বিপিএম,পিপিএম (বার)। এ সময় উপস্থিত ছিলেন ৪৮নং ওয়ার্ড কাউন্সিলর ও যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের মুখপাত্র হাজী আবুল কালাম অনু, ৪৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন গেসুসহ স্থানীয় ব্যাক্তিবর্গ। এদিন যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম বিপিএম,পিপিএম (বার) নেতৃত্বে ২হাজার মাস্ক বিতরণ করা হয়। এ সময় জনগণকে করোনা সংক্রমণ থেকে রক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয় তিনি। এদিন করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘মাস্ক পরার অভ্যেস করি, কোভিড মুক্ত বাংলাদেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে বিশেষ জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন। তিনি পথচারীদের মুখে মাস্ক এবং ফেসশিল্ড পরিয়ে দেওয়া-সহ সচেতনতামূলক লিফলেট বিতরণ ও গাড়িতে স্টিকার লাগিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-ডেমরা প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান মনি, বিশিষ্ট্য সমাজসেবক জসিম উদ্দিন ও নুর আলম, ৭১ টেলিভিশনের ওয়ারী জোনের প্রতিনিধি সোহাগ আহমেদসহ আরো অনেকে।