বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, কালের খবর : তারাব পৌর এলাকায় বৃক্ষরোপন করেছে পৌর ছাত্রলীগ। মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশে ও গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা বিসিবি ও যমুনা ব্যাংকের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার অনুপ্রেরণায় সোমবার (১৩ জুলাই) বিকালে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়, তালতলা, তেতুইতলা এলাকায় বৃক্ষরোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন তারাব পৌর ছাত্রলীগের সভাপতি আওলাদ হোসেন বাদল, সিনিয়র সহ সভাপতি আলামিন প্রধান আকাশ, সহ সভাপতি নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো: মাহাবুব ভুঁইয়া, মামুন ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন, সিয়াম, দপ্তর সম্পাদক ফাহাদ, রিফাত, মামুন প্রমুখ।