শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনাময় অর্থকরী ফসল কাসাভা। কালের খবর চবি এক্স স্টুডেন্টস ক্লাব ঢাকা এর সভাপতি ব্যারিস্টার ফারুকী এবং সাধারণ সম্পাদক জিএম ফারুক স্বপন নির্বাচিত। কালের খবর মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন। কালের খবর সীতাকুণ্ড হবে বাংলাদেশের অন্যতম মডেল উপজেলা : আনোয়ার সিদ্দিক চৌধুরী। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর মাটিরাঙ্গায় মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর মুরাদনগরে সামাজিক সংগঠনের শীতের কম্বল বিতরণ। কালের খবর বিজয় দিবসের প্রথম প্রহরে ‘স্বাধীনতা সোপানে’ শ্রদ্ধা নিবেদন। কালের খবর জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন। কালের খবর জুলাইয়ের শহীদ পরিবারদেরকে তারেক রহমানের পক্ষ থেকে নবীউল্লা নবীর আর্থিক সহায়তা ও খাদ্য বিতরণ। কালের খবর
সীতাকুন্ডের গুলিয়াখালি সী-বিচ প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাখেলা। কালের খবর

সীতাকুন্ডের গুলিয়াখালি সী-বিচ প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাখেলা। কালের খবর

মোঃ আশরাফ উদ্দিন,সীতাকুন্ড,চট্রগ্রাম প্রতিনিধি, কালের খবর :   সাম্প্রতিক কালে অনেক জনপ্রিয় পর্যটন স্থানের নাম হলো গুলিয়াখালি সী-বিচ। পৃথিবীর সবচেয়ে বড় সী-বিচ কক্সবাজার এর শাখা হলো এই গুলিয়াখালি সী-বিচ। চট্রগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলায় অবস্থিত এই বিচ।সীতাকুন্ড বাজার থেকে গুলিয়াখালি সী-বিচের দূরত্ব মাত্র ৫কিলোমিটার। মহান সৃষ্টিকর্তার এক অপার সৌন্দর্য এই বিচ।একদিকে দিগন্তজোড়া সাগর জলরাশি আর অন্যদিকে কেওড়া বন এই সাগরকে করেছে অনন্য সুন্দর।কেওড়া বনের মধ্য দিয়ে বয়ে যাওয়া খালের চারদিকে কেওড়া গাছের শ্বাসমূল লক্ষ করা যায়।এই বন সমুদ্রের অনেকটা ভেতর পর্যন্ত চলে গেছে।এখানে পাওয়া যাবে সোয়াম্প ফরেস্ট ও ম্যানগ্রোভ বনের মত পরিবেশ। গুলিয়াখালি সৈকতকে ভিন্নতা দিয়েছে সবুজ বিস্তৃত ঘাস। সাগরের পাশে সবুজ ঘাসের উন্মুক্ত প্রান্তর নিশ্চিতভাবেই দর্শনার্থীদের চোখ জুড়ায়।বিচের পাশে পাশে সবুজ ঘাসের এই মাঠে প্রাকৃতিক ভাবেই জেগে উঠেছে আঁকা-বাঁকা নালা।এই সব নালায় জোয়ারের সময় পানিতে ভরে উঠে।চারপাশে সবুজ ঘাস আর তারই পাশে ছোট ছোট নালায় পানি পূর্ণ এই দৃশ্য যে কাউকেই মুগ্ধ করবে।সাগরের এত ঢেউ বা গর্জন না থাকলেও এই নিরিবিল পরিবেশের এই সমুদ্র যে কারো কাছে ধরা দিবে ভিন্ন ভাবে।শীতকালে স্বাভাবিক ভাবে এর পানি অনেকাংশে শুকিয়ে যায়।আবার বর্ষাকালে এর পানি সমগ্র স্থান স্পর্শ করে যায়। এই বিচে শীত এবং ববর্ষাকালে ভিড় জমাতে দেখা যায়।অনেক দর্শনার্থী ক্রিকেট, ফুটবল,ভলিবল সহ আরো অনেক ধরনের খেলা খেলতে দেখা যায়।অনেক স্কুল কলেজ এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ভ্রমণের জন্য এই বিচে আসতে দেখা যায়।এই বীচ শুধুমাত্র সৌন্দর্যময় এমন টা নয়। দেশের অর্থনৈতিক বিষয়ে অনেকাংশে পরিপূরক এই বীচ।এই বীচে দেখতে পাওয়া যায় নানান ধরনের মাছ।এখানে পাওয়া যায় কাঁকড়া,ইলিশ, মাগুর, চিংড়ি, বোয়াল সহ আরও অনেক ধরনের বাহারি মাছ।যা দেশের অর্থনৈতিক অবস্থা স্বচ্ছল রাখতে সহায়ক। আবার অনেক ধরনের পেশাদার লোক এই বীচের জন্য আর্থিকভাবে লাভবান হচ্ছেন।যেমন জেলেরা মাছ বিক্রি করে, দোকানীরা দ্রব্য বিক্রি করে,চাষীরা চাষ করে,মাঝিরা নৌকায় দর্শনার্থীদের ঘুরিয়ে। এই গুলিয়াখালি বীচ জনপ্রিয় হয়েছিল ২০১৮ সালে।তারপর এই স্থানের নাম অনুসারে এই বীচের নাম হয় গুলিয়াখালি সী-বীচ।তবে গুলিয়াখালি সি-বীচ আগে এমন জনপ্রিয় ছিল না।তখন এই স্থানটি ছিল এক বিস্তৃত মাঠ।যেখানে রাখালেরা গরু বেধে রাখত আর ছোট বাচ্চারা খেলাধুলা করত।কাঠুরেরা কাঠ কাঠতে আসত।জেলেরা মাঠে জাল রেখে যেত।ছুটির দিনে বালকেরা দল বেধে গোসল করতে আসতো।সম্পূর্ণ এক গ্রামীণ পরিবেশ উপস্থিত ছিল।তবে পৃথিবীর এই কঠিন পরিস্থিতিতে বন্ধ হলো সকল পর্যটন স্থান।দেশে করোনা ভাইরাসের উপস্থিতিতে তিন বছর আগের সেই মাঠ আবারও তার আপন রূপ ফিরে পেয়েছে।যেখানে দিন রাত ছিল মানুষের সমাগম আর এখন জনমানব শূন্য সেই স্থান।এই বীচের দিকে তাকালে মনে হয় প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য। দেশের এই সংকটময় সময় কেটে আবার কোন এক সময় সব কিছু ঠিক হয়ে যাবে। দর্শনার্থীরা আবারও প্রকৃতির টানে ফিরে আসবে এই বীচে।আবারও প্রানবন্দ ও সজীব হয়ে উঠবে এই বীচ।আবারও এই সৈকতের জোয়ারের সাথে মানুষের জোয়ার ভেসে বেড়াবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com