সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন
এম আর মাইনউদ্দীন, মাধবদী, নরসিংদী, কালের খবর : নরসিংদী সদর উপজেলা প্রশাসন কতৃক -নরসিংদী সদরের নজরপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে- ১৪ই জানুয়ারী সন্রাস,মাদক,ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন,টেটা যুদ্ধ, জঙ্গিবাদ সহ সকল সামাজিক ব্যাধি প্রতিরোধে আয়োজিত সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
সামাজিক ব্যাধির হোতাদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী প্রদান করে উপস্থিত জন সাধারণের উদ্দেশ্য দেয়া বক্তব্যে ডিসি মহোদয় বলেন-ষড়ঋপুর প্রভাব থেকে নিজেদের কে মুক্ত রাখতে অনুরোধ করেন এবং সামাজিক ব্যাধির বিরুদ্ধে সচেতনতার ঢাল গড়ে তুলার জন্য উপস্থিত সকল স্তরের জনগন কে আহবান করেন।
প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সরকারের সর্বোচ্চ সেবা পৌঁছে দেওয়ার প্রত্যায় ব্যাক্ত করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার, ভুমি কর্মকর্তা মোঃ শাহাআলম মিয়া,এনডিসি মোঃ শাহরুখ খান, নজরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বাদল সরকার সহ বিভিন্ন পেশাজীবি এবং স্থানীয় নেতৃবৃন্দ।