শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আ.লীগ গণতন্ত্রকে হত্যা করেছে : মুরাদনগরে জামাতে ইসলামীর কর্মী সম্মেলনে রফিকুল ইসলাম খাঁন। কালের খবর খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের সংবাদ বর্জনের সিদ্ধান্ত। কালের খবর টি আই আবু নাঈমের বিরুদ্ধে সাইনবোর্ডে চাঁদাবাজি ও মসজিদ ভাঙ্গার হুমকির অভিযোগ। কালের খবর আগুনে পুড়ে ছাই মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা ও এতিমখানা ভবন। কালের খবর ব্রাহ্মণবাড়ীয়ার সদরে যেতে সংযুক্ত বাঞ্ছারামপুর ও নবীনগর উপজেলার সিএনজি ভাড়া নিয়ে জনসাধারণের ভোগান্তির শেষ নেই ঢাকা প্রেস ক্লাবের উপদেষ্টা ফারুক আলম তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ। কালের খবর খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক। কালের খবর মাটিরাঙ্গা জোন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান। কালের খবর ফ্যাসিবাদের দোসরমুক্ত হলো সীতাকুণ্ড প্রেস ক্লাব। কালের খবর ফ্যাসিস্ট শেখ হাসিনার ষড়যন্ত্রের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষাভ সমাবেশ। কালের খবর
২২ নম্বর ওয়ার্ড : মাদক-চাঁদাবাজমুক্ত ওয়ার্ড করার প্রতিশ্রুতি। কালের খবর

২২ নম্বর ওয়ার্ড : মাদক-চাঁদাবাজমুক্ত ওয়ার্ড করার প্রতিশ্রুতি। কালের খবর

কালের খবর রিপোর্ট :

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ২২ নম্বর ওয়ার্ডকে আধুনিক ও বাসযোগ্য করার অঙ্গীকার করছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধসহ ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন করতে চান তারা।

একই সঙ্গে পানি ও মশক সমস্যার সমাধান, প্রশস্ত রাস্তা, খেলার মাঠ, কমিউনিটি সেন্টার নির্মাণ ও পরিবেশ দূষণ রোধ করে ওয়ার্ডে সবুজায়ন করতে চান সম্ভাব্য প্রার্থীরা।

দলীয় মনোনয়ন পেতে উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ করছেন তারা। প্রায় ১ লাখ ৩০ হাজার ভোটার অধ্যুষিত ডিএনসিসির ২২ নম্বর ওয়ার্ড।

এখানে হোল্ডিং রয়েছে ৪,২১৯টি। পূর্ব রামপুরা, পশ্চিম রামপুরা, উলন ওমর আলী লেন, নাসিরের টেক, বাগিচার টেক, দাসপাড়া, মহানগর আবাসিক এলাকা, বনশ্রী আবাসিক এলাকার অংশ ও মোল্লাপাড়া এ ওয়ার্ডে পড়েছে। ডিএনসিসি অঞ্চল-৩ এর আওতাধীন সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় ওয়ার্ড।

ডিএনসিসির ২২ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা হলেন, রামপুরা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ কাইউম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এমএ আকরাম মুকুল, ২২ নম্বর ওয়ার্ডের আওতাধীন সাংগঠনিক ৯৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউনুছ আলী, ২২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো. লিয়াকত আলী, ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মোহাম্মদ গোলাম রসূল, ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির হিমু, ২২ নম্বর ওয়ার্ডের আওতাধীন সাংগঠনিক ৯৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি ফয়াজ আহমেদ ফরু, রামপুরা থানা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভুঁইয়া।

স্থানীয়দের অভিযোগ, গত নির্বাচনের পর এ পর্যন্ত ওয়ার্ডে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। ওয়ার্ডে নেই কোনো স্থানীয় বাজার ও কমিউনিটি সেন্টার, অবৈধভাবে ফুটপাত ও অলিগলির ভেতরে বসা বাজারের ওপর নির্র্ভর করতে হয় এখানকার বাসিন্দাদের।

মহল্লার অনেক রাস্তায় নেই বিদ্যুতের আলো, পুরো ওয়ার্ডে মাদকের অভয়রাণ্য। শিশু-কিশোরদের জন্য নেই কোনো বিনোদন ব্যবস্থা। সবমিলিয়ে সব ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। সব ধরনের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন সম্ভাব্য প্রার্থীরা।

এমএ আকরাম মুকুল বলেন, এ ওয়ার্ডে উন্নয়ন করতে হলে বাড়িওয়ালা সমিতিগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। সব ধরনের নাগরিক সেবা থেকে বঞ্চিত এ ওয়ার্ডের মানুষ। কিভাবে ওয়ার্ডের সব সমস্যা দূর করা যায় তার জন্য আমরা একটি পরিকল্পনা হাতে নিয়েছি।

এমএ কাইউম বলেন, আমাদের ওয়ার্ডে জনগণ অনেক নাগরিকসেবা থেকে বঞ্চিত। কাউন্সিলর জনগণের কোনো খোঁজ রাখে না। আমি নির্বাচিত হলে নাগরিকদের সব ধরনের সেবা নিশ্চিত করব।

শেখ মোহাম্মদ গোলাম রসূল বলেন, এ ওয়ার্ডের প্রতিটি রাস্তাঘাট অনেক খারাপ, তেমন কোনো উন্নয়ন হয়নি। আমি নির্বাচিত হলে জনগণের সেবা নিশ্চিত করার লক্ষে এ ওয়ার্ড দুই ভাগে বিভক্ত করব। সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধাসহ সন্ত্রাস ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ব।

রামপুরা থানা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভুঁইয়া বলেন, আমাদের ওয়ার্ডে অন্যতম সমস্যা হল মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি। এ ওয়ার্ডে নেই কোনো বাজার। আমি নির্বাচিত হলে সব সমস্যা দূর করব।

নাগরিকরা যাতে কোনো ধরনের নাগরিকসেবা থেকে বঞ্চিত না হন সেজন্য কাজ করব। মো. আমিনুল ইসলাম বলেন, ওয়ার্ডে বাজার ও খেলার মাঠ নেই। আমি নির্বাচিত হলে বাজার কমিউনিটি সেন্টার করব।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com