শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০২:৫৬ অপরাহ্ন
কালের খবর নিউজ:
মঙ্গলবার ভোর ৫টায় গাজীপুরের সিটি করপোরেশনের নাওজোর এলাকায় অগ্নিকাণ্ডে আটটি ঘর ও সাতটি দোকান পুড়ে যায়। জয়দেবপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, মঙ্গলবার ভোরে গাজীপুরের সিটি করপোরেশনের নাওজোর এলাকায় হাবিবুল্লাহ মার্কেটের সামনের পাইপ থেকে গ্যাস বের হচ্ছিল। একপর্যায়ে ওই গ্যাসে আগুন লেগে তা মার্কেট ও বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আটটি সেমিপাকা ঘর ও সাতটি দোকানের আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়।