মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ০২:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফ্যাসিস্ট আ.লীগের নেতা মোঃ কামরুল ইসলাম নান্টুর রাজধানী ঢাকায় আবাসিক হোটেলের নামে অবৈধ পতিতা, মাদক ও অস্ত্রের রমরমা ব্যবসা। কালের খবর শ্রমিকদের অধিকার রক্ষায় ইসলামী শ্রমনীতি চালু করতে হবে : আ ন ম শামসুল ইসলাম। কালের খবর মাটিরাঙ্গায় শীতবস্ত্র বিতরণ করেছে পৌর বিএনপি। কালের খবর অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত। কালের খবর মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নেতৃত্বে জামাল-মুকুট। কালের খবর তিল ধারণের ঠাঁই নেই কক্সবাজার সমুদ্র সৈকত। কালের খবর আমতলীতে ভূমি দস্যুর অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন। কালের খবর নবীগঞ্জ প্রেস ক্লাব নির্বাচন সম্পন্ন : সালাম সভাপতি, ছনি সম্পাদক নির্বাচিত। কালের খবর সীতাকুণ্ডে জামায়াত নেতার ওপর হামলা, প্রতিবাদে মিছিল সমাবেশ। কালের খবর আমাকে ও আমার মেয়েদের কুপ্রস্তাব দেয় রাজ্জাক। কালের খবর
পাকুন্দিয়ার শতবর্ষী আয়েশা খাতুনকে খাদ্য সহায়তা দিল বিমোচন ফাউন্ডেশন। কালের খবর

পাকুন্দিয়ার শতবর্ষী আয়েশা খাতুনকে খাদ্য সহায়তা দিল বিমোচন ফাউন্ডেশন। কালের খবর

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, কালের খবর :

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের বানিপাট্টা গ্রামের শতবর্ষী আয়েশা খাতুনকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে হুসাইনীয়া দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে এসব খাদ্য সহায়তা দেয়া হয়।

সম্প্রতি মানবজমিনসহ বিভিন্ন গণমাধ্যমে ‘শতবর্ষী আয়েশার ভাগ্যে জুটেনি ভাতার কার্ড” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি প্রশাসনের নজরে আসলে শতবর্ষী সেই আয়েশা খাতুনকে দ্রুত বয়স্ক ভাতার কার্ডের ব্যবস্থা করা হয়। সোমবার বিকেলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওই বৃদ্ধের বাড়িতে গিয়ে বয়স্ক ভাতার কার্ড তুলে দেন। এর একদিন পর আজ মঙলবার দুপুরে উপজেলার তারাকান্দি এলাকার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘হুসাইনীয়া দারিদ্র বিমোচন ফাউন্ডেশন’ এর উদ্যোগে ওই বৃদ্ধাকে বিভিন্ন খাদ্য উপকরণ দিয়ে সহায়তা করা হয়। খাদ্য উপকরণের মধ্যে চাউল, চিনি, সেমাই, তেলসহ বিভিন্ন উপাদান রয়েছে।

এসময় হুসাইনীয়া স্বেচ্ছাসেবী তওহীদি যুব সংঘের সভাপতি মাসুদুর রহমান ও সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, হুসাইনীয়া দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের সভাপতি মো.মনির হোসেন, সাধারণ সম্পাদক মোকারিম হোসেন, কোষাধ্যক্ষ পারভেজ, সদস্য মারুফ হোসাইন, দ্বীন ইসলাম, সোহেল মিয়া ও শামীম আহমেদসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে হুসাইনীয়া দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোকারিম হোসেন বলেন, আমাদের সংগঠনটি স্বেচ্ছাসেবী একটি সংগঠন। সমাজের অসহায়, নিপীড়িত মানুষের কল্যাণের ব্রত নিয়ে কাজ করছি। মানবজমিনসহ বিভিন্ন গণমাধ্যমে শতবর্ষী আয়েশা খাতুনকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়। আমার সংবাদ পড়ে জানতে পারি ওই বৃদ্ধা মানবেতর জীবন যাপন করছে। তাই সামান্য খাদ্য উপকরণ দিয়ে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতে সাধ্যমত আরও সহযোগিতার আশ্বাস দিয়েছি।

উল্লেখ্য, শতবর্ষী আয়েশা খাতুন স্বামী পরিত্যক্তা মেয়ে জাহানারাকে নিয়ে উপজেলার সুখিয়া ইউনিয়নের বানিপাট্টা গ্রামে ভাইপুত্র চান মিয়ার বাড়িতে বসবাস করছেন। তাঁর স্বামী উপজেলার ডিক্রিরচর গ্রামের খুরশিদ উদ্দিন মারা যান প্রায় ৫৫বছর আগে। বর্তমানে মেয়েকে নিয়ে খুবই মানবেতর জীবনযাপন করছেন আয়েশা খাতুন।
মতামত দিন

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com