রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৩ অপরাহ্ন
কালের খবর রিপোর্ট :
র্যব-১ জানান, মরকুন টিএন্ডটি বাজার এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়। এরা হলো- প্রদীপ লাল দাস ও আবু তাহের মিয়া। তাদের কাছ থেকে ২ টি মোবাইল ফোন ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে প্রদীপ লাল জানায়, প্রদীপ লাল দাস পেশায় একজন চালক। ২০ বছর ধরে সে দেশের বিভিন্ন এলাকায় ট্রাক চালায়। ২ মাস পূর্বে সে মাদক পরিবহনের জন্য কাভার্ডভ্যানের চালক হিসেবে নিযুক্ত হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর চোখে ফাঁকি দিয়ে মাদক পরিবহনের জন্য কাভার্ডভ্যানের সামনের বডির মধ্যে গোপন প্রকোষ্ঠ তৈরী করে। তার ভেতর থেকে গাঁজা উদ্ধার করা হয়। প্রকোষ্ঠটি বাইরের দিক থেকে বুঝার উপায় নেই। ভেতরে বিশেষ স্কু ও নাটের মাধ্যমে প্রকোষ্ঠ খুলে মাদক পরিবহন করত। গাঁজার চালানটি হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকার দুর্ঘম পাহাড়ি এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসে।
ভারত থেকে আনার পর চুনারুঘাট সাতছড়ি পাহাড়ে ওই মাদকদ্রব্যের চালান সে তার গাড়ীর গোপন প্রকোষ্ঠে রেখে দেয়। পরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার অলিপুর বাজার থেকে ধানের চালান সংগ্রহ করে কাভার্ডভ্যানটিতে ধান লোড করে। ধানগুলো গাজীপুরের মাওনায় আনলোড করার পর গাজীপুর জেলার শ্রীপুরে গাঁজার চালানটি হস্তান্তর করার কথা ছিল। তার বাড়ি চুনারুঘাটে। আবু তাহের পেশায় একজন ট্রাক্টর চালক। ট্রাক্টরের ভাড়া অপেক্ষাকৃত কম থাকায় সে তার গ্রামের প্রদীপকে কাজ দেয়ার জন্য বলে। প্রদীপ এই সুযোগে তাকে মাদক ব্যবসায় সহযোগীতা করার প্রস্তাব দিলে রাজি হয়।