শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৫১ অপরাহ্ন
কালের খবর নিউজ:
ডাক্তারের পরামর্শ অনুযায়ী চেকআপের জন্য আবারও সিঙ্গাপুর যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের দাপুটে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তবে এর আগে কানের সমস্যার জন্য ব্যাংকক যাবেন তিনি। সেখান থেকে হার্টের ডাক্তার দেখাতে ডিপজল ৫ জানুয়ারি সিঙ্গাপুর যাবেন।গত সেপ্টেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন ডিপজল। পরে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার ওপেন হার্ট সার্জারি করা হয়। সুস্থ হয়ে নভেম্বরের শুরুতে দেশে ফেরেন এ অভিনেতা।