সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন
কালের খবর নিউজ:
রেসলিং ছেড়ে বহুদিন ধরে অভিনয়ই করছেন রক। তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে, ২০২৪ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি।জানাগেছে, আমেরিকার বর্তমান ডোনাল্ড ট্রাম্পের জয় দেখিয়ে দিয়েছে, যে কোনো কিছুই ঘটতে পারে। কাজেই আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে যদি ডোয়েন জনসনকে লড়তে দেখা যায়, অবাক হওয়ার কিছু নেই। এমনটা জানাচ্ছেন ডোয়াইন ডগলাস জনসন নিজেই! নির্বাচনে লড়বেন কিনা, এমন প্রশ্নের জবাবে দ্য রক বলেন, যদি সুযোগ মেলে, কেন নয়? সাধারণ মানুষের সেবা করার এই সুযোগটা ছাড়া উচিত হবে না। তাছাড়া যে কোনো কিছু যে ঘটা সম্ভব, সেটা তো আমেরিকার মানুষ এবার দেখতেই পেলেন!যদিও প্রত্যক্ষ রাজনীতিতে কোনো দিনই সরাসরি যুক্ত ছিলেন না রক। তবে বিভিন্ন পলিটিক্যাল ইভেন্টে যোগ দিয়েছেন এর আগে।আমেরিকার রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে বক্তৃতা করার অভিজ্ঞতাও রয়েছে রকের। যেখানে অল্পবয়সি ছেলেমেয়েদের ভোট দিতে উত্সাহ দিয়েছিলেন ডোয়েন।