সোমবার, ০৫ মে ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রায়পুরায় এসএসসি পরীক্ষার্থী হত্যার প্রতিবাদে মানববন্ধন। কালের খবর মাটিরাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৭ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত। কালের খবর মাটিরাঙ্গায় মহান মে দিবস পালিত। কালের খবর কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে ৫ মে’র পরিবর্তে ৬ মে মঙ্গলবার দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কালের খবর পুড়িয়ে দেওয়া পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু রোববার। কালের খবর বর্তমান বাংলাদেশে সঠিক মত প্রকাশের স্বাধীনতা ভোগ করছে : প্রেস সচিব। কালের খবর মসজিদে রাসূল (সা:) জামে মসজিদের পরিচালনা কমিটি গঠন : সভাপতি-এম আই ফারুক, সাধারণ সম্পাদক-মাওলানা দেলোয়ার। কালের খবর নবীনগরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে ক৯শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা। কালের খবর , সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশনের উদ্যোগে পরিবেশবিশ্ব শ্রমিক দিবস পালন। কালের খবর দায়িত্বে অবহেলা করলে শাস্তিমূলক ব্যবস্থা, চসিক মেয়র ড. শাহাদাত হোসেন। কালের খবর
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল। কালের খবর

জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল। কালের খবর

 

মোঃ জসিম উদ্দিন, বিশেষ প্রতিনিধি, কালের খবর : নয়া পল্টনস্থ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের পাশে সাংরিলা হোটেল দ্বিতীয় তলায় ১৭ মার্চ ২০২৫ সোমবার বিকাল চার ঘটিকায় জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ কামাল হোসেন এর সঞ্চালনায়ে সভাপতিত্ব করেন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্য ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা’র সভাপতি মাহমুদুর রহমান মান্না।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,বিএনপি’র অন্যতম সদস্য উপদেষ্টা মন্ডলীর জহির উদ্দিন স্বপন,অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া, উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, আলহাজ্ব কাজী আবুল বাশার সহ-সম্পাদক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বিদেশি, হুম্মাম কাদের চৌধুরী, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, শামীমা বরকত লাকি,(জিসপ) উপদেষ্টা মন্ডলীর সদস্য ঢাকা,(জিসপ) কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র সাবেক সভাপতি এস এম শাহজাহান সাজু, মোঃ শহিদুল ইসলাম (সুমন) সদস্য,জেলা পরিষদ খাগড়াছড়ি সহ জাতীয় নেতৃবৃন্দ,রাজনীতিবিদ, সমাজসেবক,সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীও প্রমুখ সহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।

উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তারা বলেন,
বিগত সতের বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমাদেরকে ইফতার মাহফিল আয়োজন করতে দেয়নি । যেখানেই ইফতার মাহফিল আয়োজন করা হয়েছিল সেইখানে বাঁধা দিয়েছিল আওয়ামী লীগের নেতা কর্মীরা। দীর্ঘদিন পর হাজার ও নেতা কর্মীদের সাথে ইফতার করতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করেন। বক্তারা আরো বলেন বিএনপি ও ছাত্রজনতার বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনার উৎখাতের পর‌ এখন ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে নেতাকর্মীরা ইফতারে অংশ নিয়েছে।নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানে দেশের সমৃদ্ধি, জনগণের কল্যাণ ও দলের সফলতা কামনা ও বেগম খালেদা জিয়া’র রোগমুক্ত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
শেষে ইফতার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com