সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফ্যাসিস্ট আ.লীগের নেতা মোঃ কামরুল ইসলাম নান্টুর রাজধানী ঢাকায় আবাসিক হোটেলের নামে অবৈধ পতিতা, মাদক ও অস্ত্রের রমরমা ব্যবসা। কালের খবর শ্রমিকদের অধিকার রক্ষায় ইসলামী শ্রমনীতি চালু করতে হবে : আ ন ম শামসুল ইসলাম। কালের খবর মাটিরাঙ্গায় শীতবস্ত্র বিতরণ করেছে পৌর বিএনপি। কালের খবর অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত। কালের খবর মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নেতৃত্বে জামাল-মুকুট। কালের খবর তিল ধারণের ঠাঁই নেই কক্সবাজার সমুদ্র সৈকত। কালের খবর আমতলীতে ভূমি দস্যুর অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন। কালের খবর নবীগঞ্জ প্রেস ক্লাব নির্বাচন সম্পন্ন : সালাম সভাপতি, ছনি সম্পাদক নির্বাচিত। কালের খবর সীতাকুণ্ডে জামায়াত নেতার ওপর হামলা, প্রতিবাদে মিছিল সমাবেশ। কালের খবর আমাকে ও আমার মেয়েদের কুপ্রস্তাব দেয় রাজ্জাক। কালের খবর
সাংবাদিকতায় পেশাদারিত্বের চর্চা আমাদের দেশে অনুপস্থিত : তথ্য উপদেষ্টা। কালের খবর

সাংবাদিকতায় পেশাদারিত্বের চর্চা আমাদের দেশে অনুপস্থিত : তথ্য উপদেষ্টা। কালের খবর

 

নিজস্ব প্রতিবেদক, কালের খবর :

দেশে সাংবাদিকতায় পেশাদারিত্বের চর্চা অনুপস্থিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ‘সংবাদ মাধ্যমের সংস্কার’ নিয়ে মুক্ত আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

তথ্য উপদেষ্টা বলেন, ‘সাংবাদিকতায় পেশাদারিত্বের চর্চা আমাদের দেশে অনুপস্থিত। মিডিয়া লিটারেছি আমাদের মধ্যে গড়ে ওঠেনি। সাংবাদিকতার বিষয়টি নিয়ে আমার খুব অল্প সময়ের অভিজ্ঞতা। দায়িত্বের অভিজ্ঞতায় যতটুকু বুঝেছি, এটি আসলে খুবই জটিল একটি বিষয়। এখানে নানামুখী স্টেক হোল্ডার থাকে, অনেক পরস্পর বিরোধী পক্ষ রয়েছে। যাদের একসঙ্গে মিলিয়ে আমাদের কাজ করতে হবে।’

সাংবাদিকতাকে বেড়াজালে আবদ্ধ রাখার চেষ্টা থাকে উল্লেখ করে তিনি বলেন, ‘রাষ্ট্রের পক্ষ থেকে অনেক ধরনের আইন-কানুন, বাধা-নিষেধ ও নীতিমালা থাকে। সাংবাদিকতাকে এক ধরনের বেড়াজালে আবদ্ধ রাখার চেষ্টা থাকে। অর্থনৈতিকভাবে সাংবাদিকতাকে নানাভাবে বাধা প্রদান করা হয়।’

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘যখন ওয়েজবোর্ডের কথা আসে, তখন সম্পাদক ও মালিকরা এটি নিয়ে এক ধরনের বিরোধিতা করেন। বিভিন্ন সময় শোনা যায় হাউজগুলোতে ঠিকমতো বেতন পরিশোধ করা হচ্ছে না। এই ধরনের ঘটনা খুবই কমন, যতটুকু আমি বুঝতে পারছি ও শুনতে পারছি। সে ক্ষেত্রে এই বেতনের বিষয়টি সুরাহ হওয়া উচিত।’

সাংবাদিকতায় পেশাদারিত্ব রক্ষার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘সাংবাদিকতা যদি পেশা হয়, তাহলে পেশাদারিত্ব রক্ষা করতে হলে সেই মর্যাদা দিতে হবে। এখানে দাসসুলভ আচরণ করার সুযোগ নেই।’

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com