বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
মোঃ আশরাফ উদ্দীন, চট্রগ্রাম সীতাকুণ্ড, কালের খবর :
চট্টগ্রামের সীতাকুণ্ডে শখের বশে খালে মাছ ধরতে গিয়ে পানিতে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম রায়হান উদ্দিন রাজু (২৫)।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ্রর আগে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাচতর এলাকার ভূঁইয়ার হাট খালে মাছ শিকারে গিয়ে ডুবে যান তিনি।
নিহত রাজু সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের সলিমুল্লাহ (খান সাহেব) এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন বন্ধু বগাচতর এলাকার ভূঁইয়ার হাট খালে মাছ শিকারে যায়। এ সময় রায়হান উদ্দিন রাজুর জাল পানির নিচে আটকে যায়। পরে তিনি পানির নিচে আটকে পড়া জালটি খুলতে খালে নামেন।
এসময় ডুব দিয়ে জাল তোলার চেষ্টা করেন তিনি। প্রথমবার ডুব দিয়ে ওঠলেও দ্বিতীয়বার আর ওঠেননি। দীর্ঘক্ষণ তার সাড়া শব্দ না থাকায় তার বন্ধুরা তাকে খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর খালের গভীর থেকে তাকে জালে জড়ানো অবস্থায় পাওয়া যায়।
পরে স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কাছে নিয়ে এলে তার মৃত্যু হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সৈয়দপুর ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আলাউদ্দিন বলেন, রাজুকে উদ্ধার করে আমরা সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখান থেকে চমেক হাসপাতালে নেওয়ার পথে রাজু শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার এমন মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তার বাবা একজন ওমান প্রবাসী। রায়হান উদ্দিন রাজু পরিবারের বড় ছেলে। ছোট ছেলে প্রতিবন্ধী।
এদিকে রায়হান উদ্দিন রাজু এলাকার একজন পরিচিত মুখ ও সমাজসেবক বলে জানা গেছে। তার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তাকে নিয়ে থাকা স্মৃতিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করছেন।