বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান। কালের খবর কুমিল্লার নাঙ্গলকোটে যুবদল নেতার নেতৃত্বে ২ কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ। কালের খবর গুমতি‌ বিকে উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব২০২৫ এসো‌‌ দেশ বদলাই,পৃথিবী বদলাই। কালের খবর মানিকছড়িতে অস্ত্রসহ সন্ত্রাসী আটক। কালের খবর নবীনগরে চাঞ্চল্যকর ভাই হত্যা মামলার আসামী ১২ বছর পর এয়ারপোর্ট থেকে গ্রেফতার। কালের খবর অর্থ পাচার রোধ ও স্থিতিশীল রাষ্ট্রকাঠামো বির্নিমানে দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে সিদ্বান্ত জরুরী। কালের খবর রামগড় স্থলবন্দর পরিদর্শনে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন। কালের খবর ময়নামতি উপজেলা’ বাস্তবায়নে লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত। কালের খবর বিজয় মেলা দে‌খে বা‌ড়ি ফেরা হ‌লো না কলেজ ছা‌ত্র সাহ্লাপ্রু মারমা। কালের খবর মাদকমুক্ত সমাজ গঠনে ভুমিকা রাখবে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট : ওয়াদুদ ভূইয়া। কালের খবর
বন্ধুদের সাথে মাছ ধরতে গিয়ে প্রাণ হারালেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। কালের খবর

বন্ধুদের সাথে মাছ ধরতে গিয়ে প্রাণ হারালেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। কালের খবর

 

মোঃ আশরাফ উদ্দীন, চট্রগ্রাম সীতাকুণ্ড, কালের খবর :

চট্টগ্রামের সীতাকুণ্ডে শখের বশে খালে মাছ ধরতে গিয়ে পানিতে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম রায়হান উদ্দিন রাজু (২৫)।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ্রর আগে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাচতর এলাকার ভূঁইয়ার হাট খালে মাছ শিকারে গিয়ে ডুবে যান তিনি।
নিহত রাজু সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের সলিমুল্লাহ (খান সাহেব) এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন বন্ধু বগাচতর এলাকার ভূঁইয়ার হাট খালে মাছ শিকারে যায়। এ সময় রায়হান উদ্দিন রাজুর জাল পানির নিচে আটকে যায়। পরে তিনি পানির নিচে আটকে পড়া জালটি খুলতে খালে নামেন।

এসময় ডুব দিয়ে জাল তোলার চেষ্টা করেন তিনি। প্রথমবার ডুব দিয়ে ওঠলেও দ্বিতীয়বার আর ওঠেননি। দীর্ঘক্ষণ তার সাড়া শব্দ না থাকায় তার বন্ধুরা তাকে খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর খালের গভীর থেকে তাকে জালে জড়ানো অবস্থায় পাওয়া যায়।

পরে স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কাছে নিয়ে এলে তার মৃত্যু হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৈয়দপুর ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আলাউদ্দিন বলেন, রাজুকে উদ্ধার করে আমরা সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখান থেকে চমেক হাসপাতালে নেওয়ার পথে রাজু শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার এমন মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তার বাবা একজন ওমান প্রবাসী। রায়হান উদ্দিন রাজু পরিবারের বড় ছেলে। ছোট ছেলে প্রতিবন্ধী।

এদিকে রায়হান উদ্দিন রাজু এলাকার একজন পরিচিত মুখ ও সমাজসেবক বলে জানা গেছে। তার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তাকে নিয়ে থাকা স্মৃতিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com