বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
জামান ভূঁইয়া , সোনারগাঁও , নারায়ণগঞ্জ, কালের খবর :– শনিবার ১১ নভেম্বর ২০২৩ খৃষ্টাব্দ সকাল ৮ টার সময় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা নোয়াগাও ইউনিয়ন এর চরপাড়ার কবরস্থানের রাস্তা সি সি ঢালাই করার উদ্ভোদন করা হলো । রাস্তার কাজ উদ্ভোদন করেন , নোয়াগাও ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ডের জাতীয় পার্টির সম্মানিত সভাপতি আলহাজ্ব মোঃ হারুন অর রশিদ ভূঁইয়া । এসময় যারা উপস্থিত ছিলেন তারা হলেন , ইন্জিনিয়ার মো: মাহবুব আলম , কবি সাংবাদিক জামান ভূঁইয়া , আবদুল হালিম , মো: ওবায়দুল্লাহ , মো: খোরশেদ আলম , আলী আহম্মদ , আজিজুল হক , মোস্তাক মিয়া সহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন ।
রাস্তার কাজ উদ্ভোদনের পর আলহাজ্ব হারুন অর রশিদ ভূঁইয়া বলেন , আমাদের মাননীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা আমাদের এই রাস্তাটি করার জন্য বরাদ্দ দেন । তিনি আরো বলেন এম পি খোকা সারা সোনারগাঁওয়ে উন্নয়নের কাজ করে যাচ্ছেন , তারই একটি আমাদের এই কবরস্থানের রাস্তা । এম পি খোকা কথায় না কাজে বিশ্বাসী । উদ্ভোদনের পর দেশ ও জাতির জন্য দোয়া করা হয়।