বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:৫২ অপরাহ্ন
আহমেদ সাজু সখীপুর থেকে, কালের খবর :
টাঙ্গাইলের সখীপুরে উপজেলায় নিখোঁজের ৮ ঘণ্টা পর স্থানীয়রা ঝুমা (৯) ও মিম (৯) নামের দুই শিশুর লাশ উদ্ধার করেছে।
শনিবার(১৬সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার হতেয়া পশ্চিমপাড়া এলাকায় বাড়ির পাশে একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত মিম ঐ এলাকার কামরুল হাসানের এবং ঝুমা বাবুল মিয়ার মেয়ে। তারা দুজনই হতেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।
ঐ দুই শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিম ও ঝুমা শনিবার দুপুরের খাবার খেয়ে খেলতে বের হয়। কিন্তু সন্ধ্যার পরও বাড়ি ফিরে না আসায় স্বজনরা তাদের খোঁজাখুঁজি শুরু করে। রাত পৌনে ১০টা পর্যন্তও তাদের খোঁজ মেলেনি। পরে বাড়ির উত্তরপাশে পুকুরে জাল দিয়ে খোঁজাখুঁজির পর তাদের লাশ পাওয়া যায়।হতেয়া-রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন খান বলেন, ঘটনা জানতে পেরেই এলাকায় মাইকিং করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার পাশাপাশি আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেছি। পরে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করার বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যতা নিশ্চিত করেন ।
এবিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, নিখোঁজের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।তিনি আরও জানান, শিশু ২টির ব্যাপারে কারও আপত্তি না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।