নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ, কালের খবর :
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৩০ আগস্ট করগাঁও যুব কল্যাণ ব্লাড ডোনার্স ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করা হয়েছে।
এই উপলক্ষে সকাল ১০ টায় কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ক্যাম্পেইনের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি সাংবাদিক আব্দুর ভুঁইয়া। উক্ত ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং করগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকন চন্দ্র দেবনাথ। ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন কার্যক্রম সকাল দশটা থেকে শুরু করে বিকাল ৩ টা পর্যন্ত চলে। এই ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে মোট আটশত ছাত্র-ছাত্রীদের কে বিনামূল্যে ব্লাড গ্রুপিং করা হয়েছে।এ সময় উক্ত ব্লাড গ্রুপিং ক্যাম্পিইন অনুষ্ঠানে করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও ১ নং করগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন। করগাঁও যুব কল্যাণ ব্লাড ডোনার্স ফাউন্ডেশনের এই উদ্যোগে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করায় স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।