মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০২:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দিনাজপুরে বাঁশ ফুলের চাল তৈরি করে বিস্ময় সৃষ্টি করেছেন সাঞ্জু রায়। কালের খবর প্রবীণ সাংবাদিক জিয়াউল হক জিয়া আর নেই। কালের খবর ছবি তোলার অপরাধে সাংবাদিক গ্রেফতার, অত:পর মুক্তি। কালের খবর মুরাদনগরে তীব্র গরমে একই বিদ্যালয়ের ৭ শিক্ষার্থী অসুস্থ। কালের খবর ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। কালের খবর সাতক্ষীরার আলীপুরে বিএনপির বহিস্কৃত নেতা আব্দুর রউফ বিজয়ী। কালের খবর মুরাদনগরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত। কালের খবর স্বাধীন সাংবাদিকতা রক্ষায় সাংবাদিকদের নিরাপত্তা জরুরি। কালের খবর সাতক্ষীরায় চার পিচ স্বর্ণের বার সহ আটক এক। কালের খবর সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই। কালের খবর
বিমানবন্দরে ৮ কেজি সোনার বারসহ বিমানকর্মী আটক। কালের খবর

বিমানবন্দরে ৮ কেজি সোনার বারসহ বিমানকর্মী আটক। কালের খবর

নিজস্ব প্রতিবেদক, কালের খবর, ঢাকা :

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ কেজি সোনার বারসহ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মীকে আটক করা হয়েছে।

গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। ঢাকা কাস্টম হাউস এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

আটক ব্যক্তির নাম মোহাম্মদ আবদুল আজিজ আকন্দ। তিনি বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) প্যান্ট্রিম্যান।

ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল, দুবাই থেকে আসা একটি ফ্লাইটে সোনার বারের চালান আসবে। বিএফসিসির প্যান্ট্রিম্যান আবদুল আজিজের মাধ্যমে সোনার বারের এই চালান বিমানবন্দর থেকে বের হবে। এ তথ্যের ভিত্তিতেই আমরা চালানটি ধরতে সক্ষম হই।’

বিমানবন্দরের উত্তর দিক লাগোয়া ভবনে বিএফসিসি অবস্থিত। সেখানে বিমানের খাবার রান্না করা হয়। বিএফসিসি থেকেই বিমানের ফ্লাইটে খাবার সরবরাহ করা হয়। বিএফসিসি থেকে বিমানবন্দরের অ্যাপ্রোন এলাকায় প্রবেশ করা যায়।

ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার সানোয়ারুল কবীর বলেন, ‘গতকাল আমরা বেলা ১টার দিকে বিএফসিসিতে যাই। সেখানে প্রবেশ করতে গিয়ে বাধার মুখে পড়ি। আমাদের কোনোভাবেই সেখানে প্রবেশ করতে দিচ্ছিলেন না বিএফসিসির কর্মকর্তারা। পরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহায়তা নেওয়া হয়। একই সঙ্গে বিএফসিসির দুই পাশের গেটে নজরদারি বাড়ানো হয়।’

ঢাকা কাস্টম হাউসের সানোয়ারুল কবীর বলেন, বিকেল তিনটার দিকে তাঁরা বিএফসিসির কর্মকর্তাদের সন্দেহভাজন এক বিমানকর্মীর কথা জানান। সন্দেহভাজন বিমানকর্মীর খোঁজ করেন। তখন তাঁদের জানানো হয়, ওই বিমানকর্মী শিফটের কাজ শেষে চলে গেছেন।

সানোয়ারুল কবীর বলেন, রাত আটটার দিকে বিএফসিসির পেন্ট্রিম্যান আবদুল আজিজের দেখা মেলে। তিনি অ্যাপ্রোন এলাকা থেকে বিএফসিসিতে প্রবেশ করতে যাচ্ছিলেন। এ সময় তাঁকে আটক করা হয়।

ঢাকা কাস্টম হাউস সূত্র জানায়, আবদুল আজিজের শরীরে কালো টেপে মোড়ানো অবস্থায় সোনার বার পাওয়া যায়। তাঁর কাছে পাওয়া সোনার বারের ওজন প্রায় ৮ কেজি।

আবদুল আজিজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ। বিমানবন্দর সূত্র জানায়, আগেও বিভিন্ন সময় বিএফসিসির কর্মী বা বিএফসিসির গাড়ি থেকে সোনা উদ্ধারের ঘটনা ঘটেছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com