বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন
রাজধানীর ডেমরা থেকে অপহৃত কিশোরীকে ঢাকার মিরপুর এলাকা থেকে উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে মেয়েটিকে উদ্ধার করার সময় অপহরণকারী মোকছেদ আহম্মেদ রাতুলকে (২৪) গ্রেফতার করা হয়েছে। ওই দিন দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এদিকে অপহৃত মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসার জন্য পাঠায় পুলিশ।
এ ঘটনায় মেয়েটির বাবা ডেমরা থানায় অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে মামলা করেন। অভিযুক্তরা হলেন- মিরপুর-১ এলাকার জাহাঙ্গীর আলম রতনের ছেলে রাতুল (২৪), তার মা মমতাজ বেগম (৩৮) ও একই এলাকার আব্দুল করিম ওরফে নান্নু (৫০)।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমিরুল শেখ বলেন, তিন মাস আগে পরিবারসহ মিরপুরে থাকাকালে মেয়েটি মিরপুর আইডিয়াল স্কুলে পড়াশোনা করত। তখন স্কুলে যাওয়া আসা পথে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত রাতুল। এ ঘটনা মেয়েটির বাবা রাতুলের মাকে জানালে তিনি তার ছেলেকে শাসন না করে উলটো হুমকি দেন। ২৬ এপ্রিল সকালে ডেমরার বাসা থেকে প্রাইভেট পড়তে গেলে মাহমুদনগর এলাকা থেকে পূর্ব পরিকল্পিতভাবে মেয়েটিকে অপহরণ করে অভিযুক্তরা