বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন
বাঘারপাড়ায় ঝড়ে উপড়ে গেল কাঁঠালগাছ – ফসলের ক্ষয়ক্ষতি
সাঈদ ইবনে হানিফ ] বাঘারপাড়া (যশোর)ঃ যশোরের বাঘারপাড়ায় ঝড়বৃষ্টিতে ফসলের মাঠ গাছ পালা কমবেশি ক্ষতি গ্রস্থ হয়েছে । গতকাল বিকেলের এই ঝড়বৃষ্টির সময় ঘোষনগর গ্রামের কওছার আলী মোল্লার একটি কাঁঠাল গাছ উপড়ে গেছে। শীতের শেষ মূহুর্তের এই ঝড়বৃষ্টি কৃষকদের জন্য চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে। কারণ হিসাবে কৃষকরা বলেন, এই সময় মাঠে নতুন জাতের তরকারি জাতীয় ফসল রোপন অন্য দিকে মৌসুমি ফলের মুকুল শেষে ফুল ফোটার সময়, বিশেষ করে লিচু,আম,কাঠাল। তারা বলেন, এই সময় ঝড়বৃষ্টি মানে মৌসুমি ফলের ব্যাপক ক্ষতি। খোঁজ নিয়ে দেখা যায়, গত কাল ২৭- ফেব্রুয়ারী বিকেল ৫ টার দিকে শুরু হওয়া হালকা ঝড়বৃষ্টিতে উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রমের তরকারি জাতীয় ফসলের মাঠ কিছু টা ক্ষতি গ্রস্থ হয়েছে। বিশেষ করে এই অঞ্চলের আম,কাঠাল,ও লিচুর বৌলের ক্ষতি গ্রস্থ হয়েছে। ঝড়ে উপড়ে পড়েছে ঘোষনগর গ্রামের কওছার আলী মোল্লার একটি কাঁঠালগাছ। মৌসুমের শুরুতে ঘনো ঘনো ঝড়বৃষ্টির আশঙ্কায় একপ্রকার চিন্তিত হয়ে পড়ছে এই এলাকার মৌসুমী ফলের বাগান মালিকরা ।