শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার, কালের খবর : বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দদের সাথে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কোভিড-১৯ টিকা (ভ্যাকসিন) গ্রহণ করেন।
বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সাংবাদিকদের প্রশ্নেরে জবাবে তার অনুভূতি প্রকাশ করে বলেন, কৃষক সমাজ ও দেশবাসীকে টিকা গ্রহণে অনুপ্রাণীত করতে আমি কৃষক লীগের নেতা-কর্মী ও আমার পরিবারের সদস্যদের নিয়ে করোনা ভাইরাস প্রতিষেধক টিকা গ্রহণ করেছি। টিকা গ্রহণে কোন সমস্যা বা পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আমি সবাইকে টিকা গ্রহণের জন্য অনুরোধ করছি।
বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্জ শেখ মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ হাবিবুর রহমান মোল্লা, অধ্যাপক নাজমুল ইসলাম পানু, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আলহাজ্জ মোঃ নাজির মিয়া, স্থাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মজিবুর রহমান মিয়াজী, সহ-দপ্তর সম্পাদক সৈয়দ শওকত হোসেন সানু, ঢাকা মহানগর দঃ কৃষকলীগের বৃক্ষরোপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোঃ ইব্রাহীম মোল্লা, সদস্য সচিব হাসান মাহমুদ অপু, যুগ্ম সম্পাদক এম এ মান্নান, সাংগঠনিক সম্পাদক নকীব খান, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম খান, সালাউদ্দিন কাওসার, রাশেদ খান, প্রমূখ উপস্থিত ছিলেন।