বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় ভোগান্তিতে রোগীরা বিএনপি নেতা বাবর১৭ বছর পর কারামুক্ত। কালের খবর মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান। কালের খবর কুমিল্লার নাঙ্গলকোটে যুবদল নেতার নেতৃত্বে ২ কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ। কালের খবর গুমতি‌ বিকে উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব২০২৫ এসো‌‌ দেশ বদলাই,পৃথিবী বদলাই। কালের খবর মানিকছড়িতে অস্ত্রসহ সন্ত্রাসী আটক। কালের খবর নবীনগরে চাঞ্চল্যকর ভাই হত্যা মামলার আসামী ১২ বছর পর এয়ারপোর্ট থেকে গ্রেফতার। কালের খবর অর্থ পাচার রোধ ও স্থিতিশীল রাষ্ট্রকাঠামো বির্নিমানে দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে সিদ্বান্ত জরুরী। কালের খবর রামগড় স্থলবন্দর পরিদর্শনে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন। কালের খবর ময়নামতি উপজেলা’ বাস্তবায়নে লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত। কালের খবর
অপরাধী যত বড় শক্তিশালী হউক না কেন তাদেরকে ছাড় দেয়া হবে না- ইন্সপেক্টর শাহাদাৎ। কালের খবর

অপরাধী যত বড় শক্তিশালী হউক না কেন তাদেরকে ছাড় দেয়া হবে না- ইন্সপেক্টর শাহাদাৎ। কালের খবর

ফতুল্লা প্রতিনিধি, কালের খবর : 

পুলিশকে নিজেদের বন্ধু মনে করে অপরাধ দমনে পুলিশের কাধে কাধে মিলিয়ে সার্বিক ভাবে সহযোগিতা করার আহবান করেছেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শাহাদাত হোসেন। তিনি বলেন, পুলিশ জনগনের বন্ধু সেই মনমানসিকতা নিয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। তাই জনগনের উচিৎ পুলিশের কাছ থেকে দুরে না থেকে বন্ধু সুলফ সম্পর্ক তৈরি করতে হবে। সমাজের অপরাধ দমনে নিরব না থেকে নিঃসার্থ ভাবে সমাজের জন্য কাজ করতে হবে। গুটি কয়েক অপরাধীর জন্য সমাজকে নষ্ট করতে দেয়া যাবে না। অপরাধী যত বড় শক্তিশালী হউক না কেন তাদের ভয় না পেয়ে তাদেরকে প্রতিহত করার জন্য প্রতিরোধ গড়ে তুলুন। সমাজ থেকে সন্ত্রাস, মাদক, ভূমিদস্যুর দূর্গ গড়ে তোলতে হবে। বুধবার বিকেলে বক্তাবলীর কানাইনগর বেকারী মোড় এলাকায় ফতুল্লা মডেল থানা পুলিশের আয়োজনে সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে প্রতিরোধে বিট পুলিশি সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের পুলিশ সুপার স্যার সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। আমরা এসপি স্যারের নির্দেশক্রমে প্রতিটি এলাকায় এলাকায় পুলিশ ও জনগনের দুরত্ব রোধে মানুষের কাছে গিয়ে সরাসরি কথা বলছি। জনগনের সমস্যার কথা শুনে সমাধান দিচ্ছি। অপরাধ দমনে জনগনের সাথে মিলে মিশে কাজ করছি। সমাজে সন্ত্রাস, মাদক ব্যবসা, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের কোন প্রকার ছাড় দেয়া হবে না। যেখানে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী রয়েছে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। অপরাধীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করেন সমাজে শান্তিতে বসবাস করেন। মনে রাখবেন একটি পরিবারকে ধ্বংস করতে একজন মাদক সেবী যতেষ্ট। তাই আপনার সন্তানকে মাদকের হাত থেকে রক্ষা করতে হলে সমাজ থেকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সভায় বক্তাবলী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য রাসেল চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার এসআই আশিক ইমরান, এসআই মিজানুর রহমান, এএসআই তাজুল ইসলাম, স্থানীয় সমাজ সেবক হাজী আব্দুল গনি, নুর মোহাম্মদ, খোরশেদ মাষ্টার, মুল্লুক চান মাদবর, মোতালিব মাদবর, আব্দুল হালিম,
নাজির হোসেন মাদবর, সিরি মিয়া মাদবর,আইয়ুব আলী, সাইদুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ নেতা কামাল হোসেন ওরফে লাল কামাল, নুর হোসেন নুরু মিয়া, ছলিম উদ্দিন, মাশফিকুর রহমান শিশির, রফিকুল ইসলাম, আব্দুর রহিম, রাশেদুল ইসলাম সুমন, আক্তার হোসেন, বাদশা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com