সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
নবীগঞ্জ থেকে শাহরিয়ার আহমেদ শাওন, কালের খবর : নবীগঞ্জ সকল ধরনের সরকারী বেসরকারি ঋণ দাতা প্রতিষ্ঠানের মাসিক কিস্তি আদায় করা অনিদিষ্ট কালের জন্য স্থগিত করা হয়েছে।
দরিদ্র জনগোষ্ঠীর অবস্থা বিবেচনা করে কিস্তি আদায় স্থগিত করেছে নবীগঞ্জ উপজেলা প্রসাশন।
নোবেল করোনা ভাইরাস (কোভিড ১৯) সংক্রামন ঠেকাতে শহরের দোকান পাট বন্ধ করে দেওয়া হয়েছে। এতে অনেকেই কাজ কাম করতে পারছেন না। সে প্রেক্ষিতে গ্রাহকদের ঋৃনের কিস্তি দিতে অসুবিধা হবে চিন্তা করে মাসিক কিস্তি তোলা স্থগিত করা হয়েছে।
কোন এনজিও প্রতিষ্ঠানের কর্মি জাতে কোন গ্রাহককে দু সময়ে বিরক্ত না করে সেটার জন্য নির্দেশ দেওয়া হয়। অপর দিকে মাঠ কর্মিরা মানুষেদের মধ্যে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে কাজ করার জন্য বিবৃতিতে বলা হয়।
এব্যপারে উপজেলা নির্বাহী কর্মকতা বিশ্বজিত কুমার পাল সাংবাদিক কে জানান কোন ঋৃন দাতা প্রতিষ্ঠানের কোন কর্মি যেন গ্রাহক কে হয়রানী বা বিরক্ত না করে। যদি কোন গ্রাহকের কাছ থেকে চাপ দেওয়ার এমন অভিযোগ পাওয়া যায় তবে তাদের উপর আইনআনুগ ব্যবস্থা নেওয়া হবে।