সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন
এম আর মাইনউদ্দীন, নরসিংদী,কালের খবর :
নরসিংদী সদর উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি কর্তৃক করোনা ভাইরাস (COVID-19) প্রতিরোধে ১১ই মার্চ বিশেষ মত বিনিময় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী, নরসিংদী জেলা আওয়ামী লীগের সন্মানিত সভাপতি, নরসিংদী সদর-০১ আসনের মাননীয় সংসদ সদস্য, লেঃ কর্ণেল(অব) মোহাম্মদ নজরুল ইসলাম, বীরপ্রতিক মহোদয়। সভায় সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জনাব তাছলিমা আক্তার। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাঃ মোঃ আবু কাউছার সুমন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নরসিংদী সদর, আলহাজ্ব মোঃ কফিল উদ্দীন বাচ্চু, ভাইস চেয়ারম্যান, নরসিংদী সদর উপজেলা পরিষদ, মোঃ আবু তাহের দেওয়ান, ভারপ্রাপ্ত কর্মকর্তা মাধবদী থানা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গনমাধ্যম কর্মি বৃন্দ। প্রধান অতিথী করোনা ভাইরাস সম্পর্কে আলোচনা করেন এবং এই
ভাইরাস এর কারণে আতংকিত না হয়ে সচেতন হওয়ার জন্য দিকনির্দেশনা প্রদান করেন এবং সমাজের সকল নিয়ে এই ভাইরাস মোকাবেলায় এবং সচেতনতামূলক প্রচার ও প্রচারনা করার জন্য পরামর্শ প্রদান করেন।