শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৭:০১ অপরাহ্ন
কালের খবর রিপোর্ট :
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় চার অর্থবছরে নির্মিত ১৯টি সেতুর মধ্যে নয়টি সেতু ব্যবহার হচ্ছে না। স্থানীয়দের কাছে যা অপ্রয়োজনীয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানেও মিলেছে এর সত্যতা। তাই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধান করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার সুনামগঞ্জের শাল্লায় সেতু নির্মাণের কাজে অনিয়মের অভিযোগে অভিযানকালে এসব তথ্য বেরিয়ে এসেছে। সিলেট দুদক অফিসের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
দুদক জানায়, দুদকের সরেজমিন অভিযানে ওই এলাকায় প্রকল্প বাস্তবায়নের নামে অপ্রয়োজনীয়ভাবে সেতু নির্মাণ করে রাষ্ট্রীয় টাকার অপচয় করা হচ্ছে বলে প্রতীয়মান হয়। দুদক টিম এলাকাবাসীর সাথে কথা বলে এবং সরেজমিনে গিয়ে জানতে পারে, ওই উপজেলায় গত চার অর্থবছরে নির্মিত ১৯টি সেতুর নয়টিই ব্যবহার হচ্ছে না, তথা অপ্রয়োজনীয়।
এক্ষেত্রে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দায়িত্বহীনতা এবং অনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না তা নির্ণয় করে বিস্তারিত অনুসন্ধানের সুপারিশ করে প্রতিবেদন উপস্থাপন করবে দুদক টিম।
এছাড়া দুদক টিম ছাতক উপজেলার এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভুয়া প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করে। অভিযানকালে টিম উল্লিখিত ইউনিয়ন পরিষদ কর্তৃক বাস্তবায়নকৃত প্রকল্পসমূহের তালিকা এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করে।