শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:১৬ পূর্বাহ্ন
কালের খবর রিপোর্ট :
রাসায়নিক উপাদান দিয়ে কাঁচা আম পাকিয়ে বাজারে বিক্রি করার অভিযোগে ৫০০ কেজি অপরিপক্ব আম জব্দ ও ধ্বংস করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) ৪ এর ভ্রাম্যমাণ আদালত। এসব আম বিক্রির দায়ে ৮ ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
শনিবার (২৫ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর মিরপুর-১০-এর ফলপট্টিতে অভিযান চালিয়ে এসব আম ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন র্যাব-৪-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ।
অভিযানে শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী ৬ জুনের আগে রাজধানীতে পাকা ল্যাংড়া আম ঢুকতে পারবে না। কিন্তু এসব ব্যবসায়ীরা কৃষকের সঙ্গে যোগসাজশ করে অপরিপক্ক আম নিয়ে এসেছেন। পরে তা কেমিক্যাল দিয়ে পাকিয়ে বিক্রি করছেন।’
তিনি আরও বলেন, ‘অভিযানে মোট ৮ জন ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। মজুত রাখা ৫০০ কেজি অপরিপক্ক আম জব্দ করে ধ্বংস করা হয়েছে।’
আগামীতেও ভেজাল ও ভোক্তা অধিকার রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।