রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এএসপি সমমর্যাদা) পদের ১৩ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। সোমবার ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি বা পদায়ন করা হয়।
১৩ এএসপি বদলি :
ডিএমপির এএসপি কানিজ ফাতেমাকে ট্রাফিক-এডমিন অ্যান্ড রিসার্চ বিভাগে, প্রশাসন-উত্তরা বিভাগের এএসপি শিকদার মো. হাসান ইমামকে গোয়েন্দা-পূর্ব বিভাগে, ডিএমপির এএসপি ইমতিয়াজ মাহবুবকে প্রশাসন-উত্তরা বিভাগে, এএসপি আহসানুজ্জামানকে গোয়েন্দা-দক্ষিণ বিভাগে, এএসপি মো. খায়রুল আমিনকে পেট্রল-মোহাম্মদপুরে, এএসপি মো. সামসুজ্জামানকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে, এএসপি সাদিয়া আফরিনকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে, এএসপি মো. শিবলী নোমানকে ডিএমপির ওয়ার্কশপ বিভাগে, এএসপি মো. হান্নানুল ইসলামকে ট্রেনিং বিভাগে, এএসপি জুলফিকার আলীকে প্রটেকশন বিভাগে, ওয়ার্কশপের এএসপি মো. আব্দুল্লাহ-আল-মামুনকে এডমিন-ওয়ার্কশপ বিভাগে, এএসপি ইশতিয়াক আহমেদকে সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম এবং এএসপি পেট্রল-মোহাম্মদপুর বিপ্লব কুমার রায়কে প্রটেকশন বিভাগে বদলি করা হয়েছে।