সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নবীনগরে চাঞ্চল্যকর ভাই হত্যা মামলার আসামী ১২ বছর পর এয়ারপোর্ট থেকে গ্রেফতার। কালের খবর অর্থ পাচার রোধ ও স্থিতিশীল রাষ্ট্রকাঠামো বির্নিমানে দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে সিদ্বান্ত জরুরী। কালের খবর রামগড় স্থলবন্দর পরিদর্শনে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন। কালের খবর ময়নামতি উপজেলা’ বাস্তবায়নে লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত। কালের খবর বিজয় মেলা দে‌খে বা‌ড়ি ফেরা হ‌লো না কলেজ ছা‌ত্র সাহ্লাপ্রু মারমা। কালের খবর মাদকমুক্ত সমাজ গঠনে ভুমিকা রাখবে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট : ওয়াদুদ ভূইয়া। কালের খবর গুইমারায় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। কালের খবর মাকে ৭ বছর পর পেয়ে জড়িয়ে ধরলেন তারেক রহমান। কালের খবর জমি দখলে বেপরোয়া রুহুল আমিন হাওলাদার। কালের খবর মাটিরাঙায় সেনা অভিযানে ১৪ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ। কালের খবর
তথ্যসন্ত্রাস নিয়ে যে সতর্কবার্তা দিলেন জাতীয় মসজিদের খতিব। কালের খবর

তথ্যসন্ত্রাস নিয়ে যে সতর্কবার্তা দিলেন জাতীয় মসজিদের খতিব। কালের খবর

 

কালের খবর প্রতিবেদন

তথ্যসন্ত্রাস নিয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক বলেছেন, তথ্যসন্ত্রাস যদি নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে সম্প্রীতি ঠিক থাকবে কীভাবে? সম্প্রীতি যতটুকু আছে, তা-ও এখানে তথ্যসন্ত্রাস করে পেরেশানি করা হয়।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের বৈঠকে তিনি এসব কথা বলেন।

মুফতি আবদুল মালেক বলেন, মজলুম দুর্বল বা সংখ্যালঘু হলেও তাদের পক্ষে আমাদের থাকতে হবে। জালেম যত শক্তিশালী বা সংখ্যাগরিষ্ঠ হোক, তাকে জুলুম থেকে বিরত রাখতে হবে। এটা আমাদের সবার দায়িত্ব বলে জানিয়েছেন

জাতীয় মসজিদের খতিব বলেন, আবু বকর (রা.) বলেছিলেন- আপনাদের মধ্যে যে সবচেয়ে বেশি শক্তিশালী সে আমার কাছে দুর্বল, যদি সে জালেম হয়। আর যে সবচেয়ে দুর্বল সে আমার কাছে শক্তিশালী যদি সে মজলুম হয়। আমাদেরও এই নীতি গ্রহণ করতে হবে। বাংলাদেশে ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে সম্প্রীতির পরিবেশ যদি আমরা টিকিয়ে রাখতে চাই, তাহলে সম্প্রীতি যারা নষ্ট করে, তাদের ব্যাপারে আমাদের অনমনীয় হতে হবে। তথ্যসন্ত্রাসের ব্যাপারে অনমনীয় হতে হবে।

তিনি বলেন, তথ্যসন্ত্রাস যদি নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে সম্প্রীতি ঠিক থাকবে কীভাবে? সম্প্রীতি যতটুকু আছে, তা-ও এখানে তথ্যসন্ত্রাস করে পেরেশানি করা হয়। এ ব্যাপারে অনমনীয় হতে হবে। আমাদের ধর্মীয় সম্প্রীতির কথা। ধর্মকে গুলিয়ে ফেলা, এটা কিন্তু ধর্মীয় সম্প্রীতি না। ধর্মের অপব্যাখ্যা, একটা ধর্মের একটা বিষয় নাই, সেটাকে সেই ধর্মের ওপরে চাপিয়ে দেওয়া হলো, অন্যদের খুশি করার জন্য নিজের ধর্মের মধ্যে বাড়ানো-কমানো হলো, এটার নাম কখনও ধর্মীয় সম্প্রীতি হতে পারে না। প্রত্যেকটি বিষয়কে স্ব স্ব জায়গায় রাখতে হবে, স্ব স্ব জায়গায় রাখলেই তার ফায়দা আমরা পাব।

তিনি আরও বলেন, এটাই হলো শিক্ষা। জালেম এবং মজলুম, এদের মধ্যে মজলুম যে-ই হোক, তার পক্ষে আমাদের থাকতে হবে। আর জালেম, সে যত বড় হোক, যত সংখ্যাগরিষ্ঠ আরও যা যা তার থাকুক, তাকে তার জুলুম থেকে বিরত রাখা এটাই দায়িত্ব।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের বৈঠকটি শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ, বায়তুল মোকাররমের খতিব আবদুল মালেক, কবি ও চিন্তক ফরহাদ মজহার এবং হেফাজতে ইসলামের সাজেদুল হক, রমনা হরিচাঁদ মন্দিরের সহ-সম্পাদক অবিনাশ মিত্র, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দ প্রিয়, রমনা সেন্ট ম্যারিজ ক্যাথেড্রালের প্রধান পুরোহিত অলভার্ট রোজারিও এবং গারো পুরোহিত জনসন মুরি কামাল প্রমুখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com