রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:০৫ অপরাহ্ন
কালের খবর ডেস্ক: যত দিন যাচ্ছে ‘সানি লিওন’ নামটির চাহিদা ততই বাড়ছে।বিজ্ঞাপন দুনিয়াতেই হোক কী সিনে দুনিয়াতে। তবে নতুন খবর হল- সানি লিওনি’কে নিয়ে যখন বলিউড বুঁদ, ঠিক তখন উত্তাপ ছড়াচ্ছেন আরেক ‘সানি’ তাহমিনা আফজাল।পাকিস্তানিরা আহ্লাদ করে তাহমিনাকে ‘পাকিস্তানের সানি’ আখ্যাই দিচ্ছেন।
সম্প্রতি তাহমিনা গর্ব করে বলেন, আমিই একমাত্র পাকিস্তানি নারী, যে সব বাধাকে তুচ্ছ করেছে।
জন্মসূত্রে নিউইয়র্কের বাসিন্দা তাহমিনা ২০১৬ সালে প্রথম সারির ইরোটিক ম্যাগাজিনে ‘মিস সোশ্যাল’ নির্বাচন হয়েছিলেন। পাকিস্তানি-আমেরিকান মা-বাবার কন্যা তাহমিনা তার আগেও বেশ কয়েকবার ‘মিস সোশ্যাল’ নির্বাচিত হন। ভ্যালেন্টাইন দিবস উপলক্ষে তাহমিনার একটি ভিডিও নেটিজেনদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। সানির মত তাহমিনারও স্বপ্ন বলিউডে যায়গা করে নেওয়া।